করোনার কারণে নদীতে আটকা শুটিং দল
করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সিনেমা ও নাটকের শুটিং বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় বেশ কয়েকদিন আগে। এই নিষেধাজ্ঞা না মেনে ৭০ জনের টিম নিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটির শুটিং চালিয়ে যাচ্ছিলো। শুটিংয়ে অংশ নিয়েছিলেন সিয়াম, পরীমনি ও ২৫ শিশু শিল্পী।
করোনায় দেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে গত ২৬ মার্চ শুটিং বন্ধ করে ঢাকার পথে রওনা দেয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং ইউনিট। কিন্তু, তারা ঢাকায় ফিরতে পারছেন না।
ছবির প্রযোজক মুশফিকুর রহমান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘মংলা থেকে রওনা হয়ে বেশকিছু দূর আসার পর খুলনার দাকোপ উপজেলার পানখালীতে এলে বাংলাদেশ কোস্টগার্ড যাত্রা আটকে দেয়। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, শুটিংয়ের যন্ত্র ও এতো মানুষের জটলা নিয়ে ঢাকায় তারা যেতে পারবে না। আর যদি যেতেই হয় তাহলে ঢাকায় ঢোকার জন্য পথে পথে বারবার অনুমতিপত্র দেখাতে হবে।’
এই পরিস্থিতিতে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছেন তারা। অনুমতির অপেক্ষায় নদীতেই অবস্থান করছে তাদের লঞ্চ। অনুমিত পাওয়া মাত্রই ঢাকার উদ্দেশে শুটিং দল রওয়ানা হবেন বলে তিনি জানিয়েছেন।
Comments