নিহত ৩, অল্পের জন্য রক্ষা পেলেন কমল হাসান

Kamal Haasan
অভিনেতা কমল হাসান। ছবি: সংগৃহীত

চেন্নাইয়ে ‘ইন্ডিয়ান-২’ ছবির শুটিং চলাকালে লাইট সেটআপ ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন পরিচালক শঙ্কর।

দুর্ঘটনা থেকে অল্পের জন্যে রক্ষা পেয়েছেন জনপ্রিয় অভিনেতা কমল হাসান।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’র সেটে প্রায় দেড়শ ফুট উঁচু ক্রেনের ওপর থাকা লাইটের সেট আপ ভেঙে পড়ে।

এতে তিনজনের মৃত্যু হয়েছে। তারা সহকারী পরিচালক বলে জানা গিয়েছে। এছাড়াও, কম-বেশি আহত হয়েছেন ১০ জন।

ছবির পরিচালক শঙ্করও কোনো রকমে প্রাণে বেঁচে গেছেন। তবে গুরুতর আহত হয়েছেন তিনি। দুর্ঘটনার সময় কমল হাসানও সেখানেই ছিলেন। তিনিই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

2h ago