নদীগুলো কি বাঁচানো সম্ভব?

২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের নদীগুলোর ক্ষেত্রে ইতিবাচক এবং নেতিবাচক দুই অর্জনই হয়েছে।

উন্নয়নের অংশ হিসেবে হাইকোর্ট নদীগুলোকে “জীবন সত্তা” হিসেবে ঘোষণা করেছে। নদীগুলোকে দখলমুক্ত এবং দূষণের হাত থেকে বাঁচাতে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

এই ইতিবাচক উদ্যোগের পরও নদীর উপর নেতিবাচক প্রভাব থেমে নেই। যেমন, বুড়িগঙ্গা নদীর একটি শাখাকে খালে পরিণত করা হয়েছে যা নদীটিকে মেরে ফেলার মতোই একটি বিষয়।

নীতিমালা ও নির্দেশ বাস্তবায়নের অভাব, হাইকোর্টের নির্দেশ না মানা, নদীগুলোকে ‘জীবিত সত্তা’ হিসেবে গণ্য করার জন্য হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তা লঙ্ঘন ও আন্তঃসীমান্ত নদী সংক্রান্ত জটিলতা ইত্যাদি বিষয়গুলো নদী রক্ষার ক্ষেত্রে নেতিবাচক দিকগুলোকেই আমাদের সামনে তুলে ধরছে।

তাই, নদী রক্ষায় সরকারি তৎপরতা জরুরি।

Comments

The Daily Star  | English

No place for Islamic extremism in Bangladesh: Yunus

Islamic extremism will never find a place in Bangladesh again, said Chief Adviser Muhammad Yunus recently

39m ago