দেশে মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে ‘মিশন এক্সট্রিম’
ছবির দৃশ্যধারণ শেষ হতেই আরিফিন শুভ অভিনীত পুলিশি অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’র বুকিং কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের আগেই আন্তর্জাতিক বাজারে ছবিটির প্রদর্শনের কাজ শুরু হলো।
গত ২৯ জানুয়ারি অস্ট্রেলিয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বঙ্গজ ফিল্মসের সঙ্গে ‘মিশন এক্সট্রিম’র প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ছবিটির ডিস্ট্রিবিউশন করবে। আসছে ঈদুল ফিতরে ‘মিশন এক্সট্রিম’ মুক্তির দুই সপ্তাহ পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এটি মুক্তি পাবে।
ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার।
পরিচালক, প্রযোজক ও কাহিনিকার সানী সানোয়ার দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, “বঙ্গজ ফিল্মস এর আগে আমাদের ‘ঢাকা অ্যাটাক’ ডিস্ট্রিবিউশন করেছে। তাই নতুন সিনেমার দায়িত্বও তাদের দেওয়া হলো।”
“আরও কয়েকটি দেশে ছবিটি মুক্তির ব্যাপারে আলোচনা চলছে। আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ছবিটি মুক্তির তালিকা চূড়ান্ত করতে পারবো,” যোগ করেন সানী।
‘মিশন এক্সট্রিম’-এ আরিফিন শুভর বিপরীতে রয়েছেন ঐশী ও সাদিয়া নাবিলা। আরও অভিনয় করেছন তাসকিন আহমেদ, শতাব্দী ওয়াদুদ ও হাসান ইমাম।
Comments