বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুরের জামিন আবেদন নাকচ

৬ মাসের মধ্যে তদন্ত শেষ করতে দুদককে নির্দেশ হাইকোর্টের
gavel
প্রতীকী ছবি

জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি ৮ লক্ষ টাকার সম্পদ থাকার অভিযোগে দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত কারা উপমহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশিদের জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এই মামলার তদন্ত ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশনাও দিয়েছেন আদালত।

জামিন চেয়ে বজলুরের করা আবেদন নাকচ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ (২৯ জানুয়ারি) এই আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, বজলুর রশিদের বিরুদ্ধে অনৈতিক লেনদেনের অভিযোগ। এটাকে ‘হোয়াইট কলার অপরাধ’ বলা যাতে পারে।”

সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা মামলায় দুদক বজলুরকে আটক করে গত বছরের ২০ অক্টোবর তাকে গ্রেপ্তার দেখায়।

মামলার এজাহারে বলা হয়, বজলুর রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি অ্যাপার্টমেন্ট ভবনের দ্বিতীয় তলায় ২,৯৮১ বর্গফুট ফ্ল্যাট কিনতে ২০১৮ সালের ২৪ এপ্রিল রূপায়ণ হাউজিং এস্টেটের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিতে ফ্ল্যাটটির মূল্য বাবদ ৩ কোটি ৯ লক্ষ টাকা লেনদেনের বিষয়ে বলা হয়েছিল।

দুদকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে সেই টাকার সঠিক কোনো উত্স তিনি দেখাতে পারেননি।

Comments

The Daily Star  | English

Remittances grow 3% in January

Migrants sent home $2.18 billion in the first month of 2025

3h ago