মঞ্চের সিনেমা ‘ফানুস’
সমসাময়িক সমস্যা ও সম্ভাবনা আর বাস্তবতা নিয়ে কাজ করেন কিছু মানুষ। সমাজ সংস্কারক, নির্দেশক, চিত্রশিল্পী ও লেখক পরিচয়ের সবাই এখানে শিল্পী। তাদের চিন্তাকে মানুষের কাছে পৌঁছানোর সব ধরনের চেষ্টা করেন।
এমন অনেক চিন্তার সমাহার নিয়ে আগামী মার্চে মঞ্চে আসবে ‘ফানুস’। নাটকটির রচনা, সংলাপ, চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনা করেছেন নিকুল কুমার মণ্ডল। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ১ নম্বর মহড়া কক্ষে কলাকুশলীদের নিয়ে মহড়ায় অংশ নিয়েছে ফ্রাইডে থিয়েটার।
‘ফানুস’ মঞ্চ-সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চৈতী চক্রবর্তী। আরও আছেন তারেক, পাইলট, সাকিব, আলি নূর, আপন, শাওন, কাউছার, সোহান, সাগর, রাহাত, জাহিদ, সাগর রেইন, ইতিশা, জীবন, আহমেদ জীবন, এলিন, রাজুসহ আরও অনেকে।
সংগীত পরিচালনা করেছেন শান স্বপন, পোশাকে আছেন ফারজানা এনি, আলোকসজ্জায় তানজিল, রূপসজ্জায় তন্ময়, প্রজেকশনে মোহাম্মদ সাগর, প্রকাশনায় বিজয় খান হাসু, মঞ্চ-ব্যবস্থাপনায় সজীব ও প্রযোজনায় ফ্রাইডে থিয়েটার।
নির্দেশক নিকুল কুমার মণ্ডল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার ভাষায় এটি মঞ্চ সিনেমা। গল্পে সমসাময়িক সমস্যা ও বাস্তবতার ফিউশন উপস্থাপিত হয়েছে। মানুষ মানুষকে ক্ষমা করে। আবার অদৃশ্য ঈশ্বর বা ভগবান বা আল্লাহ তিনিও মানুষকে ক্ষমা করেন। কিন্তু প্রকৃতি মানুষকে ক্ষমা করে না। এমনই এক ভাবনাকে আঁকড়ে ধরে এর গল্প। জনগণই যে সমাজ সংস্কারের মূল হাতিয়ার, সে কথাই বলতে চেষ্টা করেছি এখানে।”
Comments