‘সংসার ভাঙা’ নিয়ে যা বললেন মাহিয়া মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার ভাঙনের মুখে, অনেকদিন ধরে স্বামীর কাছ থেকে আলাদা থাকছেন- এমন খবর শোনা যাচ্ছে। নতুন বছরের শুরুতেই সংবাদমাধ্যমে মাহির সংসার ভাঙার কথা ছড়িয়ে পড়ে।
যদিও মাহি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, “সবাই এমন খবর কোথায় পান, আমি ঠিক জানি না। তাদেরকে আমার বিয়ে ভাঙার খবর কে সরবরাহ করে? আমি আর অপু তো ভালোই আছি। এক সঙ্গে সংসার করছি। শুটিং থাকলে ঢাকায় থাকি। ফ্রি থাকলেই সিলেটে যাই শ্বশুর বাড়িতে। সেখানে সবাই আমাকে অনেক আদর করেন। এখানে সংসার ভাঙার খবর আসছে কেনো, বুঝছি না?”
নিজের ফেসবুকেও মাহি লিখেছেন, “আমরা আমাদের সংসার নিয়ে একসঙ্গেই আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের উল্টা-পাল্টা খবরে সত্যিই মানুষ বিভ্রান্ত হয়।”
গতকাল (৪ জানুয়ারি) থেকে কিশোরগঞ্জে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং করছেন মাহিয়া মাহি। ছবিতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক।
২০১৬ সালের ২৪ মে মাহমুদ পারভেজ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। দুজনের মধ্যে পূর্ব পরিচয় ছিলো। তাছাড়া, উভয় পরিবারের সম্মতিতেই বিয়ে করেন দুজন।
Comments