বছরের প্রথম সপ্তাহে মুক্তি দেওয়ার মতো কোনো সিনেমা নেই
চলচ্চিত্রের জন্য ২০২০ সালের প্রথম সপ্তাহ শুরু হলো আজ (৩ জানুয়ারি)। অথচ মুক্তির তালিকায় নেই নতুন কোন সিনেমা।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির পক্ষ থেকে দ্য ডেইলি স্টার অনলাইনকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বছরের প্রথম ছবি হিসেবে ‘জয়নগরের জমিদার’ নামের একটি চলচ্চিত্র মুক্তি পাবে ১০ জানুয়ারি।
জয়া আহসান ও প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত কলকাতার ছবি ‘রবিবার’ আমদানি করে ৩ জানুয়ারি মুক্তি দেওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে না। কিছু জটিলতার সেটি সম্ভব হচ্ছে না।
বিষয়টি নিয়ে দ্য ডেইলি স্টার অনলাইনকে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, “২০২০ সালের প্রতিটি সপ্তাহ দুটি করে ছবি মুক্তি দেওয়ার জন্য বরাদ্দ ছিলো। এখন শুনলাম প্রথম সপ্তাহেই কোনো নতুন সিনেমা মুক্তি পাচ্ছে না। এটা হতাশার।”
প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এটা খুব হতাশার বিষয়। বছরটাই খারাপভাবে শুরু হলো। কোনো সিনেমা নেই মুক্তি দেওয়ার মতো। আপাতত পুরনো ছবি দিয়ে চলবে হলগুলো।”
Comments