তরুণ সংগীতশিল্পী পৃথ্বী রাজের মৃত্যু

Pritthi-Raj-1.jpg
পৃথ্বী রাজ। ছবি: সংগৃহীত

তরুণ শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বী রাজ মারা গেছেন। রাজধানীর সিটি হসপিটালে আজ (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গতকাল রাত ১০টার দিকে পৃথ্বী রাজ ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান। রাত সাড়ে ১২টা পর্যন্ত দরজা খোলেননি তিনি। কক্ষের ভেতরে তার কেনো সাড়াশব্দও পাওয়া যায়নি। বিষয়টিতে আতঙ্কিত হয়ে তার পরিবারকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে স্বজনরা দ্রুত স্টুডিওতে হাজির হন। অনেকবার ডাকাডাকির পরও ভেতর থেকে সাড়া না মেলায় দরজা ভাঙেন তারা। দেখা যায়, স্টুডিওর ভেতরে নিথর অবস্থায় পড়ে আছেন পৃথ্বী রাজ।

নানা গুণে গুণান্বিত মানুষ ছিলেন পৃথ্বী রাজ। সংগীতের পাশাপাশি এবিসি রেডিওতেও কাজ করতেন তিনি। 

আজ বাদ যোহর আজিমপুর কবরস্থান মসজিদে পৃথ্বী রাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন তার ভাই ঋতু রাজ।

Comments