বিশেষ প্রদর্শনীতে অমিতাভ বচ্চনের ৬ সিনেমা

Amitabh
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

৫০তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) ছয়টি সিনেমা বিশেষ প্রদর্শনীর মাধ্যমে বিশেষ সম্মান প্রদর্শন করা হবে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের প্রতি। গোয়ায় আগামী ২০ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব।

বিগ বি অভিনীত ছয়টি সিনেমা তিনি বাছাই করে দিয়েছেন সেই প্রদর্শনীর জন্য। সেগুলো হলো শোলে (১৯৭৫), ‘দিওয়ার’ (১৯৭৫), ‘ব্ল্যাক’ (২০০৫), ‘পিকু’ (২০১৫), ‘বাদলা’ (২০১৯) এবং ‘পা’ (২০০৯)। ছয়টি আলাদা আলাদা ভেন্যুতে সিনেমাগুলো প্রদর্শন করা হবে।

প্রতি বছর দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ীকে এই সম্মান দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ৫০তম প্রাপক অমিতাভ বচ্চন। দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতের জাতীয় পুরস্কারেরই অন্তর্গত। এ পুরস্কার ভারতের সিনেমাজগতের সেরা সম্মান হিসেবে স্বীকৃত।

অন্যদিকে, ভারতীয় গণমাধ্যমে বলা হয়, অমিতাভ অভিনীত ‘পিংক’ রিমেক হচ্ছে তেলেগু ভাষায়। এতে অমিতাভের চরিত্রটিতে অভিনয় করবেন তেলেগু মেগাস্টার পবন কুমার। ‘পিংক’র রিমেক এটিই প্রথম নয়। এর আগে তামিল ভাষায় তৈরি হয়েছে সিনেমাটি। তামিল সংস্করণে বলিউড শাহেনশাহর চরিত্রটিতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা অজিত কুমার।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

2h ago