বোল্টকে পেছনে ফেলে ফ্রেজার-প্রাইস ও ফেলিক্সের ইতিহাস

fraser-pryce
শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। ছবি: এএফপি

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম স্প্রিন্টার হিসেবে ১০০ মিটারে চারটি সোনা জিতে অনন্য কীর্তি গড়েছেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। জ্যামাইকার এই নারী অ্যাথলেট পেছনে ফেলেছেন এই ইভেন্টে তিনটি করে স্বর্ণপদক জেতা তার স্বদেশি কিংবদন্তি উসাইন বোল্ট, যুক্তরাষ্ট্রের কার্ল লুইস ও মরিস গ্রিনকে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) কাতারের দোহায় মৌসুমের সেরা ১০.৭১ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ৩২ বছর বয়সী ফ্রেজার-প্রাইস। ব্রিটেনের দিনা আশার-স্মিথ ১০.৮৩ সেকেন্ড সময় নিয়ে রুপা ও আইভরি কোস্টের মারি-জোসে টা লু ১০.৯০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পান।

প্রথম সন্তানের জন্ম দিতে গিয়ে ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেননি ফ্রেজার-প্রাইস। গত বছর ট্র্যাকে ফেরেন তিনি। এবার দোহায় তোলেন গতির ঝড়। সেরার মুকুট নিশ্চিত করার পর দুই বছর বয়সী সন্তানকে নিয়ে 'ভিক্টরি ল্যাপ' দেন তিনি। এর আগে ২০০৯ বার্লিন, ২০১৩ মস্কো ও ২০১৫ বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন তিনি।

felix
অ্যালিসন ফেলিক্স (সর্বডানে)। ছবি: এএফপি

এই ইভেন্টে অলিম্পিকেও দুবার সোনা জিতেছেন ফ্রেজার-প্রাইস। ২০০৮ বেইজিং ও ২০১২ লন্ডন অলিম্পিকে সবাইকে পেছনে ফেলার পর ২০১৬ রিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।

বোল্টের আরও একটি রেকর্ড ভাঙা পড়েছে এবারের আসরে। তবে তা যৌথ নয়, একক রেকর্ড। ২০১৭ সালে অবসরে যাওয়ার আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ১১টি সোনা জিতেছিলেন বোল্ট। তাকে ছাপিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের নারী অ্যাথলেট অ্যালিসন ফেলিক্স। পাঁচটি ইভেন্ট মিলিয়ে তার স্বর্ণ পদকের সংখ্যা এখন ১২টি।

ফ্রেজার-প্রাইসের মতো ৩৩ বছর বয়সী ফেলিক্সও মা হওয়ার কারণে লম্বা বিরতি নেন। তিনি ট্র্যাকে ফেরেন গেল জুনে। সোমবারই যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বরেকর্ড গড়ে ৪০০ মিটার মিক্সড রিলেতে সোনা জেতেন ফেলিক্স ও তার সতীর্থরা। তারা সময় নেন মাত্র ৩ মিনিট ০৯.৩৪ সেকেন্ড।

Comments

The Daily Star  | English
caretaker government proposal Bangladesh

Restoration of caretaker system to be proposed

The restoration of the caretaker government and the introduction of a bicameral system in parliament will be among the recommendations to be proposed by the Constitution Reform Commission.

8h ago