সেরেনাকে উড়িয়ে উইম্বলডনের শিরোপা জিতলেন হালেপ
সবচেয়ে মর্যাদাপূর্ণ গ্র্যান্ডস্লাম উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছেন রোমানিয়ার সিমোনা হালেপ। ফাইনালে ২৭ বছর বয়সী এই খেলোয়াড় হারিয়েছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ তারকা সেরেনা উইলিয়ামসকে।
শনিবার (১৩ জুলাই) শিরোপা নির্ধারণী ম্যাচে সেন্টার কোর্টে আধিপত্য দেখিয়ে সেরেনাকে সরাসরি সেটে ৬-২, ৬-২ ব্যবধানে হারিয়েছেন হালেপ। একপেশে ম্যাচে মাত্র ৫৬ মিনিটেই জয় তুলে নেন তিনি। এটি হালেপের প্রথম উইম্বলডন এবং সবমিলিয়ে মাত্র দ্বিতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা। গেল বছর ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
ফলে অপেক্ষা আরও বাড়ল ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনার। নারী এককে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জেতার কীর্তি মার্গারেট কোর্টের দখলে। ২৪টি শিরোপা জিতেছিলেন তিনি। পুরুষ এককেও এতবার চ্যাম্পিয়ন হতে পারেননি কেউ। সেই কোর্টকে ছুঁয়ে ফেলার টানা তৃতীয় সুযোগ হারালেন সেরেনা।
গেল বছর উইম্বলডনের ফাইনালে অ্যাঞ্জেলিক কেরবারের কাছে হেরেছিলেন ৩৭ বছর বয়সী সেরেনা। এরপর বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনেও হতাশ হতে হয় তাকে। ফাইনালে হেরে যান জাপানের নাওমি ওসাকার কাছে। এবার সেরেনাকে পরাস্ত করলেন হালেপ।
Comments