সংসদীয় বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু
ইংল্যান্ডে চলমান ইন্টার-পার্লামেন্টারি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল। লাল-সবুজের প্রতিনিধিরা ম্যাচটা জিতেছেন ১২ রানে।
লন্ডনের উপকন্ঠে চিসউইক বার্লিংটন গার্ডেনে আসরে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৩৫ রান তোলে বাংলাদেশ। জবাবে পাকিস্তানের সংসদীয় ক্রিকেট দলের ইনিংস থামে ১২৩ রানে।
ব্যাট হাতে সফল না হলেও বল হাতে ম্যাচের পার্থক্য গড়ে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়। বাংলাদেশ সংসদীয় দলকে তিনিই নেতৃত্ব দিচ্ছেন। ১১ রানে ৩ উইকেট নেন তিনি।
এ প্রতিযোগিতায় বাংলাদেশ-পাকিস্তান ছাড়াও অংশ নিচ্ছেন আরও ছয়টি দেশের সংসদীয় ক্রিকেট দল। সেগুলো হলো- ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে এবার। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল: ১৩৫/৫ (রায়হান ৩৬, মারুফ ৩২, শিয়ান ১৬, তন্ময় ১৫, বাপ্পি ১৩, মনির ৮, দুর্জয় ৪)
পাকিস্তান সংসদীয় ক্রিকেট দল: ১২৩ (জাফর ৩৯; দুর্জয় ৩/১১)
ফল: বাংলাদেশ ১২ রানে জয়ী।
Comments