অতিশক্তিশালী ‘ফণী’ বাংলাদেশে ঢুকবে সাধারণ ঘূর্ণিঝড় হয়ে

Patenga
‘ফণী’ বাংলাদেশে একটি সাধারণ ঘুর্ণিঝড় হিসেবে আঘাত হানবে বলে জানিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। ছবি: স্টার

‘অতিশক্তিশালী’ ঘূর্ণিঝড় ‘ফণী’ উড়িষ্যা থেকে আস্তে আস্তে শক্তিক্ষয় করে করে ‘শক্তিশালী’ ঘূর্ণিঝড় হয়ে পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে শুক্রবার মধ্যরাতে এবং সেটি বাংলাদেশে একটি সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানবে।

আজ (৩ মে) কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান সঞ্জীব ব্যানার্জি কিছুক্ষণ আগে সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি আরও জানান, আজ মধ্যরাতে ‘ফণী’র মূল আই সেন্টারটি পশ্চিমবঙ্গ অতিক্রম করবে। বিকাল তিনটার আগ পর্যন্ত এটি রাজধানী কলকাতা থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে এবং রাজ্যের উপকূল দিঘার সমুদ্র সৈকত থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর দিকে সরে আসছে।

ওই কর্মকর্তার কথায়, ঘূর্ণিঝড়ের আই সেন্টারের পাশে কমপক্ষে চার থেকে পাঁচশো কিলোমিটার জায়গায় এই তাণ্ডব বিস্তার করে। উড়িষ্যা উপকূল অঞ্চল থেকে এটি ক্রমশ সেভাবেই এগিয়ে আসছে।

এর ফলে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া জেলায় সন্ধ্যার পর থেকে প্রচণ্ড বেগে ঝড়-বৃষ্টি শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন যে, “ভেরি সিভিয়ার সাইক্লোন থেকে রাজ্যে যখন ‘ফণী’ আসবে তখন সেটি সিভিয়ার আকার থাকবে এবং পশ্চিমবঙ্গ অতিক্রম করার পর বাংলাদেশে সেটি সাইক্লোন হিসেবে ঢুকবে। সেটির গতিবেগ থাকবে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার ঘণ্টায়।”

আরও পড়ুন:

উড়িষ্যায় নিহত ২

উপকূল ধরেই পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ‘ফণী’

পটুয়াখালীর ১০ গ্রাম প্লাবিত

পশ্চিমবঙ্গে সতর্কতা জারি, রাতে কলকাতা বিমানবন্দর বন্ধ

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

2h ago