একসঙ্গে দশ দলের বিশ্বকাপ স্কোয়াড

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

আর কদিন পরই ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপ। এরমধ্যে অংশ নিতে যাওয়া দশ দল তাদের চূড়ান্ত স্কোয়াড জানিয়ে দিয়েছে। সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড। আর সবার শেষে একদম সময়সীমার শেষ দিনে দল দেয় ওয়েস্ট ইন্ডিজ। সব দলেই আছে অল্প বিস্তর চমক।

তবে ইনজুরি ছাড়াই এসব দলে এখনো আসতে পারে আসতে বদল। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী ২৩ মে পর্যন্ত যেকোন দল আইসিসির অনুমতি ছাড়াই দলে বদল আনতে পারবে। সেকারণে ইংল্যান্ড ও পাকিস্তান তাদের ১৫ জনের দলকেও বলছে প্রাথমিক দল। বিশ্বকাপের আগে দুদলের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজের পরই হবে চূড়ান্ত দল।

বাংলাদেশের নির্বাচকরা ঘোষিত দলকে চূড়ান্ত বললেও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স বিবেচনায় আনার কথা বলছেন।

এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের দশ দলের স্কোয়াড:

বিশ্বকাপের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ চৌধুরী রাহী, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।

বিস্তারিত- বিশ্বকাপে বাংলাদেশ দল, চমক রাহী

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম ল্যাথাম, কলিন মানরো, টম ব্লান্ডেল, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

বিস্তারিত- সবার আগে বিশ্বকাপ দল দিল নিউজিল্যান্ড, আছে চমক

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক),উসমান খাওয়াজা, জেসন বেহেনডেরফ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ন্যাথান কাটার-নাইল, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, নাথান লায়ন, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিক্স, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।

বিস্তারিত- অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ফিরলেন স্মিথ-ওয়ার্নার

ভারতের বিশ্বকাপ দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শেখর ধাওয়ান, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, জুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল ও দিনেশ কার্তিক।

বিস্তারিত- ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-শঙ্কর

বিশ্বকাপের ইংল্যান্ড দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড। 

বিস্তারিত- আলোচিত সেই আর্চারকে ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দল

বিশ্বকাপের শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাজেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, ইশুরু উদানা, মিলিন্দা শ্রীবর্ধনে, অভিষেক ফার্নেন্ডো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভেন্ডারসে, নোয়ান প্রদীপ, সুরাঙ্গা লাকমাল।

বিস্তারিত- শ্রীলঙ্কার বিশ্বকাপ দল চমকে ঠাসা 

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: ফখর জামান, ইমাম-উল-হক, আবিদ আলি, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ (ফিটনেস সাপেক্ষে), সরফরাজ আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, জুনায়েদ খান, মোহাম্মদ হাসনাইন, হারিস সোহেল।

বিস্তারিত- পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই আমির

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল: ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি দুমিনি, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আরনিক নরকিয়া, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, ইমরান তাহির, রাসি ফন ডার ডাসেন।



বিস্তারিত- দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে চমক নরকিয়া, আছেন আমলা

বিশ্বকাপের আফগানিস্তান স্কোয়াড: গুলাবদাইন নাইব (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটকিপার, নুর আলম জাদরান, হযরুতুল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাশমতুল্লাহ শহিদী, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবি, রশিদ খান, দৌলত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান, মুজিব-উর-রহমান।

বিস্তারিত- আফগানিস্তানের বিশ্বকাপ দলে চমক হামিদ

বিশ্বকাপের উইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারন ব্রাভো, কার্লোস ব্র্যাথওয়েট, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শেই হোপ (উইকেটরক্ষক), এভিন লুইস, অ্যাশলি নার্স, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কেমার রোচ, আন্দ্রে রাসেল, ওশান টমাস। 

বিস্তারিত- উইন্ডিজের বিশ্বকাপ দলে রাসেল, নেই স্যামুয়েলস

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

3h ago