ভারতে শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ
ভারতে লোকসভার নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এই দফায় পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, উড়িষ্যা, সিকিম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, লাক্ষাদ্বীপ, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জসহ দেশের ২০ রাজ্যের ৯১টি লোকসভার আসনে ভোট নেওয়া শুরু হয়েছে।
লোকসভার ভোটের সাথেই অন্ধ্রপ্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ এবং উড়িষ্যা রাজ্যের বিধানসভার নির্বাচনও চলছে। এদিন সকাল সাতটা থেকে শুরু হয়েছে নির্বাচন, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। যদিও নকশাল অধ্যুষিত এলাকা এবং উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে নিরাপত্তার কারণেই কোথাও সকাল ৭টা-বিকাল ৫টা, সকাল ৭টা-বিকাল ৪টা, বা কোথাও ৭টা-বিকাল ৩টা পর্যন্ত ভোট নেওয়া হবে।
ভোট নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যন্ত্রে। ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোটটি দিয়েছেন কী না তা জানতে ইভিএম-এর সাথেই যুক্ত থাকছে ভিভিপ্যাট ব্যবস্থা। প্রথম দফায় দেশজুড়ে মোট ভোটার ১৪ কোটি ২১ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ৭ কোটি ২২ লাখ এবং নারী ভোটার ৮ কোটি ৯৯ লাখ। মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার।
দেশজুড়ে ১ হাজার ২৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি (নাগপুর), কিরেন রিজিজু (অরুণাচল পশ্চিম), জেনারেল ভি. কে. সিং (গাজিয়াবাদ), সত্যপাল সিং (ভাগপত), মহেশ শর্মা (গৌতম বুদ্ধ নগর) এবং হংসরাজ আহির (চন্দ্রপুর)।
এছাড়াও রয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ (কালিয়াবর), উত্তরাখণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত (নৈনিতাল), এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি, রাষ্ট্রীয় লোকদল প্রধান অজিত সিং এবং তার ছেলে জয়ন্ত চৌধুরীর মতো প্রার্থীরা।
ভোট অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে দেশজুড়ে ভোটকেন্দ্রগুলোতে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও স্পর্শকাতর কেন্দ্রে অতিরিক্ত নজরদারি হিসাবে সিসিটিভি ক্যামেরা, ড্রোন, টহলদারি পুলিশ ভ্যানসহ সবধরনের ব্যবস্থা রাখছে।
পশ্চিমবঙ্গে প্রথম দফায় কোচবিহার ও আলিপুরদুয়ার- এই দুই কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। দুটি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩৪ লাখ ৫৪ হাজার ২৭৬ জন। দুটি কেন্দ্রে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রে ৩,৮৪৪টি ভোটকেন্দ্র খোলা হয়েছে। দুটি কেন্দ্রেই এবার চতুর্মুখী লড়াই হচ্ছে।
কোচবিহারে প্রধান লড়াই হবে তৃণমূলের প্রার্থী পরেশচন্দ্র অধিকারী এবং বিজেপির নিশীথ প্রামাণিকের মধ্যে। এছাড়াও বিপক্ষদের শক্ত লড়াই দিতে পারেন কংগ্রেসের পিয়া রায় চৌধুরী ও বাম প্রার্থী গোবিন্দ রায়।
অন্যদিকে আলিপুরদুয়ারে তৃণমূলের টিকিটে লড়ছেন দশরথ তিরকে, বিজেপির প্রার্থী জন বার্লা, কংগ্রেসের মোহনলাল বসুমাতা, বামেদের প্রার্থী মিলি ওরাওঁ।
তবে ভোট শুরু হতেই রাজ্যের কোচবিহার ও আলিপুরদুয়ারে অশান্তির খবর পাওয়া গেছে। কোচবিহারে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ রয়েছে। আলিপুরদুয়ারের চিলাপাতায় বুথ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। কয়েকটি বুথে ইভিএম বিভ্রাটের খবরও পাওয়া গেছে।
উল্লেখ্য, ভারতে এবার মোট ৭ দফায় ৫৪৩টি আসনের জন্য ভোট নেওয়া হবে। এবারের লোকসভা নির্বাচনে গোটা দেশে মোট ভোটারের সংখ্যা প্রায় ৯০ কোটির মতো। ভোট গণনা হবে আগামী ২৩ মে।
Comments