বলিউড নায়িকা ময়ূরী যোগ দিলেন গুগলে

নব্বইয়ের দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ময়ূরী কঙ্গো যোগ দিলেন সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগলে। সংস্থাটির ইন্ডাস্ট্রি এজেন্সি পার্টনারশিপ বিভাগের প্রধান হিসেবে তিনি কাজ করবেন।
Mayoori Kango
বলিউড অভিনেত্রী ময়ূরী কঙ্গো। ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ময়ূরী কঙ্গো যোগ দিলেন সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগলে। সংস্থাটির ইন্ডাস্ট্রি এজেন্সি পার্টনারশিপ বিভাগের প্রধান হিসেবে তিনি কাজ করবেন।

ভারতীয় সংবাদমাধ্যম এডিটিভির এক প্রতিবেদনে গতকাল (৪ এপ্রিল) জানায়, ‘পাপা কেহতে হ্যায়’-খ্যাত অভিনেত্রী ময়ূরী কঙ্গো তার সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইন প্রোফাইলে জানান যে তিনি গত মার্চে গুগলে যোগ দিয়েছেন।

লিঙ্কডইনে তিনি লিখেছেন, “গুগলের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি ডিএএন এবং পাবলিসিস এর সঙ্গে অংশীদারিত্বের বিষয়টি দেখবো। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এ কাজে সাহায্য করবে বলে আমি মনে করি। চমৎকারসব মানুষদের সঙ্গে কাজ করার এই সুযোগটি চমৎকার। আমার পেশাগত জীবনের এই নতুন অধ্যায়ের দিয়ে চেয়ে আছি।”

এর আগে তিনি পারফরমিকস নামের একটি মার্কেটিং এজেন্সিতে মহাব্যবস্থাপকের পদে কাজ করেছিলেন। এরপর, তিনি ডিজিটাস-এ একজন সহযোগী পরিচালক এবং জেনিথ-এর প্রধান ডিজিটাল কর্মকর্তা হিসেবেও কাজ করেন।

১৯৯৫ সালে ‘নাসিম’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে ময়ূরীর অভিষেক হয়। এটি ভারতের বাবরি মসজিদ ভেঙ্গে দেওয়ার প্রেক্ষাপটে নির্মিত একটি চলচ্চিত্র। তবে ময়ূরীর খ্যাতি আসে পরিচালক মহেশ ভাটের ‘পাপা কেহতে হ্যায়’-এ অভিনয়ের মাধ্যমে।

এরপর, তাকে দেখা যায় ‘বেতাবি’, ‘হোগি পিয়ার কি জিত’, ‘কুরবান’ ও ‘বাদল’-সহ বিভিন্ন চলচ্চিত্রে।

Comments

The Daily Star  | English

‘Vested groups behind violence in the hills’

Three advisers, who visited Rangamati and Khagrachhari yesterday, have pointed out that vested groups are trying to destabilise the situation in the hills with a view to putting the interim government in an awkward position.

3h ago