স্বাস্থ্য অধিদপ্তরের সেই ‘কোটিপতি’ চতুর্থ শ্রেণির কর্মচারী বরখাস্ত

abzal hossain
আবজাল হোসেন

মাসিক বেতন মাত্র ২৪ হাজার টাকা হলেও তিনি মিলিয়ন ডলার ব্যয় করে অস্ট্রেলিয়ার সিডনিতে বিলাসবহুল একটি বাড়ি কিনেছেন। এমনকি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সূত্র মতে, তার স্ত্রী ২০ হাজার টাকার মতো মাসিক বেতন পেয়ে, রাজধানী ঢাকায় বেশ কয়েকটি ভবনের মালিক।

চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে চাকরিতে যোগ দিয়ে টাকার কুমির বনে যাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার এই হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবজাল হোসেনকে আজ সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আবজালের স্ত্রী রুবিনা খানম স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার স্টেনোগ্রাফার। তার ব্যাপারেও তদন্ত চালাচ্ছে দুদক।

দুদকের অভিযোগ থেকে জানা যায়, আবজাল দম্পতির নামে রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে তিনটি পাঁচতলা বাড়ি। সেখানে ১৬ নম্বর রোডেও রয়েছে তাদের আরেকটি পাঁচতলা বাড়ি। উত্তরার ১১ নম্বর রোডে রয়েছে একটি প্লট। এ ছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ও ফরিদপুরের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের অঢেল সম্পদ। অস্ট্রেলিয়ার সিডনি শহরেও রয়েছে তাদের বাড়ি।

গত ১৩ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতেও বলা হয়েছে, আবজালের আয়ের সঙ্গে এই বিপুল সম্পদের সামঞ্জস্য নেই। সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয় থেকে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার ব্যাপারেও আজ সংশ্লিষ্টদের আদেশ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago