আপনার ভোট কোন কেন্দ্রে, জেনে নিন অনলাইনে

ভোট কেন্দ্র জেনে নিন অনলাইনে

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন আসনের ভোটার তা জানেন, কিন্তু কোন কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে তা জানেন না। কীভাবে জানতে হবে তা নিয়েও আছেন তথ্য ঘাটতিতে। এরকম ভোটারদের জন্য অনলাইনে সমাধানের ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে আপনার ভোটকেন্দ্র কোনটি, তা অনলাইনেই খুঁজে নিতে পারবেন। সেজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

১) প্রথমেই (https://services.nidw.gov.bd/voter_center) এই ঠিকানার প্রবেশ করতে হবে

২) ভোটার তথ্য খুঁজে বের করার উইন্ডোতে, জাতীয় পরিচয় পত্রের নম্বর অথবা ভোটার ফর্মের নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচার বক্সে দেখানো কোড বসিয়ে সাবমিট করতে হবে। তবে যাদের জাতীয় পরিচয় পত্রের নম্বর ১৩ ডিজিটের তাদের জাতীয় পরিচয় পত্র নম্বরের আগে জন্মসন যুক্ত করতে হবে। 

৩) 'ভোটার তথ্য দেখুন' বাটনে ক্লিক করার পরই ওই স্ক্রিনে আপনার ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোটকেন্দ্র ও জাতীয় পরিচয়পত্র নম্বর ভেসে উঠবে। 

এসএমএসে

যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস অপশনে এ গিয়ে PC লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এর জায়গায় স্মার্টকার্ডের ১০ ডিজিট বা ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখতে হবে। 

কারো এনআইডিতে ১৩ ডিজিট থাকলে এসএমএস করার সময় ওই নম্বরের আগে জন্মসাল যোগ করতে হবে। অর্থৎ, এই নম্বর হতে হবে ১৭ ডিজিটের। 

যেমন- PC স্পেস xxxxxxxxxx/xxxxxxxxxxxxxxxxx লিখে 105 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে জানা যাবে কেন্দ্রের তথ্য।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago