সেই ভুলের ব্যাখ্যা দিলেন আম্পায়ার তানভীর

Tanvir Ahmed
আম্পায়ার তানভীর আহমেদকে নিজেদের আপত্তি জানাচ্ছেন কার্লোস ব্র্যাথওয়েট। ছবি: ফিরোজ আহমেদ

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটা আলোয় রাঙা হতে পারত বাংলাদেশের জন্য। কিন্তু শেষ হয়েছে বিব্রতকর ঘটনা আর হতাশায় মোড়ানো হার দিয়ে। উইন্ডিজের বিপক্ষে টানা দুই ভুল ‘নো’ বলের সিদ্ধান্তের জেরে খেলায় উত্তেজনা আর বিরতি পড়ার ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। সেদিন বিস্ময়কর ভুল করা আম্পায়ার তানভীর আহমেদের একদিন পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।

শনিবার আগে ব্যাট করে ১৯০ রান করেছিল উইন্ডিজ। ১৯১ রান তাড়ায় লিটন দাসের বিস্ফোরক শুরুতে পথেই ছিল বাংলাদেশ। চতুর্থ ওভারে ওশান টমাসের পর পর দুই বল ওভারস্টেপের কারণ দেখিয়ে ‘নো’ ডাকেন তানভীর। কিন্তু রিপ্লেতে দেখা যায় দুটিই বৈধ ডেলিভারি। এর একটিতে ক্যাচ লিটন দাস। যার জেরে চলে উত্তেজনা। ৮ মিনিট বন্ধ থাকে খেলা। উড়তে থাকা বাংলাদেশও পথ হারিয়ে ম্যাচে ফিরতে পারেনি, তেতে থাকা ক্যারিবিয়ানরা ম্যাচ জেতে বড় ব্যবধানেই।

আম্পায়ারের সিদ্ধান্তে উইন্ডিজ তো ক্ষতিগ্রস্তই, আম্পায়ারের অমন ভুল নিজেদের পক্ষে গেলেও মোমেন্টাম হারিয়ে ভুগেছে বাংলাদেশও। একটি জাতীয় দৈনিককে তানভীর জানালেন এমনটা হয়েছে তার অনভিজ্ঞতার কারণে,  ‘নো বলের ক্ষেত্রে দাগ ও পা কাছাকাছি থাকে। আর দ্রুত লাফ দিলে বুঝতে একটু সমস্যা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে আমি নতুন তাই ভুল হয়ে গেছে।’

ঘরোয়া পর্যায়ে তার ভাল আম্পায়ারিং করার ইতিহাস টেনে তানভীর এই বাজে সময় পার করার আশা করছেন, ‘পেছনে তাকালে দেখবেন আমার কোন বাজে ইতিহাস নেই। একটা ভুল হয়ে গেছে। আশা করি ভালোভাবে ফিরে আসব। সবারই খারাপ দিন আসে, সেদিন আমার ছিল তেমন একটি দিন।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক আঙিনায় পা পড়েছে তানভীরের। শুরুতেই তেতো অভিজ্ঞতা। কিন্তু তা পাশ কাটিয়েই সময় পার করছেন তিনি, ‘আমি কোন দিকে মনোযোগ দিচ্ছি না, কেবল নিজের ভুলটা নিয়া ভাবছি।’

Comments

The Daily Star  | English

Govt employees can now be punished for infractions within 14 days

Law ministry issues ordinance amending the Government Service Act, 2018

6m ago