র্যাঙ্কিংয়ে বড় লাফ লিটনের, সাকিব-মাহমুদউল্লাহর উন্নতি
উইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। লড়াই জমিয়ে শেষে গিয়ে হতাশায় পুড়েছে সাকিব আল হাসানের দল। তবে এই সিরিজে ব্যাটে বলে নৈপুণ্যে দেখিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বেশ বড় উন্নতি করেছেন লিটন দাস, সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বেশ পেছনে ছিলেন লিটন। এই সিরিজে প্রথম ম্যাচে ৬ রানে আউট হলেও পরের দুই ম্যাচে করেন ৬০ ও ৪৩ রান। তাতে ফল মিলেছে র্যাঙ্কিংয়ে। ২৬ ধাপ এগিয়ে তিনি এখন ৪৭ নম্বরে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিয়ে উন্নতি হয়েছে সাকিব ও মাহমুদউল্লাহর। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ৬১ ও ৪২ করা সাকিব শেষ দুই ম্যাচে নেন ৫ ও ৩ উইকেট। ব্যাটে-বলে এমন নৈপুণ্যের পর এক ধাপ এগিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন তিনি।
তিন ম্যাচে ব্যাটিংয়ে ১২, ৪৩ ও ১১ রান করেছিলেন মাহমুদউল্লাহ। উইকেট পেয়েছিলেন ৫টি। তাতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে পাঁচ থেকে চারে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।
উইন্ডিজের এভিন লুইসের হয়েছে দারুণ উন্নতি। ৮৯ রানের বিস্ফোরক ইনিংস খেলার পর ক্যারিবিয়ান ওপেনার ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন চারে। পেসার কেমো পল শেষ ম্যাচে ৫ উইকেট পেয়ে ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ নাম আফগানিস্তানের রশিদ খান।
Comments