আমার নেতিবাচক নিউজ মানুষ বেশ ভালো খায়: সাকিব

Shakib Al Hasan
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

টি-টোয়েন্টি সিরিজ শুরুর পর থেকেই প্রথাগত সংবাদ সম্মেলনে আসেননি সাকিব আল হাসান। সিরিজ শুরুর আগের দিন অনুশীলনে চোট পেয়ে মেজাজ বিগড়ে যাওয়ায় পাঠিয়েছিলেন কোচ স্টিভ রোডসকে। প্রথম ম্যাচে ব্যর্থতার পরেও মেলেনি তার দেখা। তবে ওই ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার বলা কথা নিয়ে সংবাদ দেখে তা নেতিবাচক মনে হয়েছে সাকিবের। এবার সিরিজের সমতা ফেরানোর পর সেই প্রসঙ্গ টেনে দিয়েছেন প্রতিক্রিয়া।

প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১২৯ রানে, হারে বড় ব্যবধানে। সাকিব অবশ্য একাই করেছিলেন ৬১ রান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাটিং ব্যর্থতা নিয়ে তার জবাব ছিল, ‘ব্যাটসম্যানরা কেন পারেনি তাদের জিজ্ঞেস করুন, অন্যদের ব্যর্থতার জবাব আমি দিতে পারব না।’

অধিনায়ক হিসেবে সবার হয়ে জবাব না দিয়ে তিনি এড়িয়ে গেলেন কিনা, সে প্রশ্ন উঠেছিল। তবে সাকিব বললেন তার কথা নেতিবাচক ছিল না, সেটা গণমাধ্যমে রসিয়ে করা হয়েছে নেতিবাচক, ‘যেটা হয়েছে, ব্যাটসম্যানদের দোষ দিয়ে আসিনি। উনাকে (উপস্থাপককে) নেতিবাচকভাবে বলিনি, মজা করে বলেছি। পুরা উত্তরটা তো আপনারা লিখবেন না বা বলবেন না। জাস্ট ওইটুকু (আকর্ষণীয় অংশ) লিখবেন, যাতে ওই নেগেটিভ নিউজটা আসে কীভাবে আরকি। কারণ আমার নেগেটিভ নিউজ মানুষ বেশ ভালো খায়। আমিও পছন্দ করি। কারণ আমি মনে করি এটা আমাকে ভাল করার জন্য অন্তত একটু হলেও প্রেরণা যোগায়।’

নেতিবাচক খবরের থেকে প্রেরণা নিয়েই কি এবারও দেখিয়ে দিলেন সাকিব, উত্তরে অবশ্য সৃষ্টিকর্তাকে দিলেন ধন্যবাদ, ‘না আল্লাহর রহমত। যখনই ওইরকম পরিস্থিতি (নেতিবাচক খবর) আসে তখনই আল্লাহ এমন কিছু দিয়ে দেয় আমাকে।’

 

Comments

The Daily Star  | English

Daily Star’s photo exhibition ‘36 Days of July -- Saluting The Bravehearts’ begins

The event began with a one-minute silence to honour the students and people, who fought against fascism

2h ago