দুলু গ্রেপ্তার

Dulu arrest
ক্যাপশন: ১২ ডিসেম্বর ২০১৮, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময়ের ছবি: ছবি: সংগৃহীত

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আজ (১২ ডিসেম্বর) সকাল ১১টায় তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তার ব্যক্তিগত সহকারী রানা দ্য ডেইলি স্টারকে জানান, ডিবি পুলিশের পরিচয়ে কয়েকজন ব্যক্তি এসে দুলুকে ‘তুলে নিয়ে’ গেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, “শেরেবাংলা নগর থানায় একটি মামলায় দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা রয়েছে। তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।” তবে সেই মামলাটি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

সকাল ১১টার দিকে গ্রেপ্তারের পর বিএনপি নেতাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, নাটোর-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

দণ্ডের কারণে এই বিএনপি নেতার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তারা। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে সেখানেও তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

এরপর, গত ১০ ডিসেম্বর দুলুর মনোনয়নপত্র নির্বাচন কমিশনকে গ্রহণ করার নির্দেশ দেন হাইকোর্ট। কিন্তু, পরেরদিন হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

9h ago