ভারতে ফিরলেন সোনালী বেন্দ্রে

Sonali Bendre
বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। ছবি: সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে নিউইয়র্কে চিকিৎসা শেষে আজ (৩ ডিসেম্বর) ভোরে মুম্বাইয়ে ফিরেছেন।

সোনালীর স্বামী গোল্ডি বেহল সংবাদমাধ্যমকে জানান, ‘হামারা দিল আপকে পাছ হ্যায়’-অভিনেত্রী আগের চেয়ে অনেক সুস্থ। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন তাই তাকে চিকিৎসার জন্যে আর নিউইয়র্কে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।

মুম্বাইয়ে পা রাখার পর বেহল সাংবাদিকদের বলেন, “প্রায় ছয়মাস হয়ে গেলো- এখন আমি আপনাদের জানাতে চাই যে সোনালী ভালো আছেন এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।”

সোনালী এখন অনেকটাই সুস্থ তাই এখন তাকে আর চিকিৎসা দেওয়া হবে না বলেও মন্তব্য করেন বেহল। তবে তাকে নিয়মিত চেকআপে থাকতে হবে বলেও উল্লেখ করেন সোনালীর স্বামী। তিনি ভক্তদের ভালোবাসা ও সহযোগিতার জন্যে ধন্যবাদও জানান।

উল্লেখ্য, আমেরিকায় সোনালী বেন্দ্রে মারা গেছেন এমন টুইটার বার্তায় বিনোদন জগতে বেশ হইচই সৃষ্টি হয়েছিলো। গত সেপ্টেম্বরে ভারতের বিজেপি বিধায়ক রাম কদম এক টুইটে জটিল রোগে আক্রান্ত হয়ে নিউইয়র্কে চিকিৎসারত সোনালী সম্পর্কে এমন বার্তা দেওয়ায় বেশ বিতর্কেরও সৃষ্টি হয়েছিলো রাজনৈতিক মহলে।

তবে সেই ঘটনার পরপরই প্রতিক্রিয়া দিয়েছিলেন সোনালির স্বামী গোল্ডি বেহল।

তথ্যসূত্র: ডেকান ক্রনিকল

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

11h ago