বিয়ের পর ‘হাওয়া’ হচ্ছেন প্রিয়াঙ্কা-নিক!

Priyanka Chopra and Nick Jonas
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও সংগীতশিল্পী নিক জোনাস। ছবি: সংগৃহীত

প্রথমে খবর এসেছিলো- বিয়ের আগের দিন পর্যন্ত ‘দ্য স্কাই ইজ পিংক’-এর অভিনয় সেটে থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু, পরে জানা যায়, আজকেই (২৬ নভেম্বর) শুটিং গুটাচ্ছেন তিনি। তবে ফের তিনি সেটে ফিরছেন আগামী ১৭ ডিসেম্বর।

ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় মোটিভেশনাল স্পিকার আয়েশা চৌধুরীর জীবনী-ভিত্তিক চলচ্চিত্র ‘দ্য স্কাই ইজ পিংক’-এর সেট থেকে লম্বা সময়ের জন্যে ছুটি নিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী।

এতে বলা হয়, বিয়ের এক সপ্তাহ আগেই প্রিয়াঙ্কা ছাড়ছেন পরিচালক সোনালি বসুর শুটিং সেট। শুটিং শেষে তিনি যাবেন রাজস্থানের যোধপুর। সেখানেই আগামী ২ ডিসেম্বর আয়োজন করা হবে মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে ‘বরফি’ অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান।

কিন্তু, বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য কোথায় যাচ্ছেন এই জুটি- তা রীতিমত গোপন রাখা হচ্ছে। বিয়ের পর মধুচন্দ্রিমার জন্যে লম্বা ছুটি নেওয়া হয়েছে বলে ঘনিষ্ঠসূত্র জানালেও তার ‘হানিমুন প্লেস’ সম্পর্কে মুখ খুলছেন না কেউই।

তাই রসিকতা করে বলা যায় যে, বিয়ের পর কিছুদিনের জন্যে ‘হাওয়া’ হচ্ছেন এই হবু দম্পতি।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago