আর্নল্ড শোয়ার্জনেগারকে চেয়েছিলেন শংকর
ভারতীয় চলচ্চিত্রনির্মাতা এস শংকর চেয়েছিলেন হলিউডের শীর্ষ অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারকে নিয়ে তার ‘২.০’ ছবিটি তৈরি করতে। কিন্তু, শেষে তার পরিবর্তে নিতে হয়েছে অক্ষয় কুমারকে।
আগামী ২৯ নভেম্বর মুক্তি পেতে যাওয়া এই বৈজ্ঞানিক কল্পকাহিনি-ভিত্তিক অ্যাকশন ছবিটি সম্পর্কে বলতে গিয়ে পরিচালক শংকর ভারতীয় সংবাদমাধ্যমকে জানান এ কথা।
মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে পরিচালক বলেন, “আমরা দিন-তারিখও ঠিক করে ফেলেছিলাম। কিন্তু, শেষে সব ভেস্তে যায়। কেননা, হলিউড এবং ভারতের মধ্যে রয়েছে পরস্পরবিরোধী চুক্তি।”
অবশেষে, ভারতীয় চলচ্চিত্র অঙ্গণ থেকেই একজনকে বেছে নিতে তিনি বাধ্য হন বলেও জানান ‘২.০’ পরিচালক। এছাড়াও, সবাই অক্ষয়কে নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, “আমি তাকে গল্পটি পড়ে শোনালে তিনিও রাজি হয়ে যান।”
‘২.০’ ভারতে এবং ভারতের বাইরে সবাইকে মুগ্ধ করবে বলেও আশা করেন এর পরিচালক। প্রযুক্তিগত দিক থেকে ছবিটি আগের যেকোনো চলচ্চিত্র থেকে উন্নত বলেও মন্তব্য করেন শংকর।
উল্লেখ্য, এই মেগা-হিট রোবট চলচ্চিত্রটিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন রজনীকান্ত ও অ্যামি জ্যাকসন।
তথ্যসূত্র: ডেকান ক্রনিকল
Comments