যা থাকছে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আয়োজনে

Priyanka Chopra and Nick Jonas
প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। ছবি: ইনস্ট্রাগ্রাম থেকে নেওয়া

বিভিন্ন আয়োজনে সাজানো হবে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের বিয়ের অনু্ষ্ঠান- তা তো জানা কথা। কিন্তু, কী কী থাকছে এই জুটির সেই অনুষ্ঠানমালায়?

সম্প্রতি দম্পতি হওয়া বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের মতো শিগগির দম্পতি হতে যাওয়া প্রিয়াঙ্কা এবং নিকের বিয়ের অনুষ্ঠানেও থাকবে নানান জমকালো আয়োজন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, প্রিয়াঙ্কা-নিকের বিয়ে-পূর্ব অনুষ্ঠানের প্রস্তুতি চলছে নিউইয়র্কে। এরপর, নেদারল্যান্ডসে আয়োজন করা হবে তাদের ব্যাচেলর ও পাজামা পার্টি।

ভারতের উদ্দেশে রওনা দেওয়ার আগে নিক তার বন্ধুদের নিয়ে একটি প্রমোদতরীতে আয়োজন করবেন ‘সেইলর-থিমড’ অনুষ্ঠান।

এছাড়াও, এই জুটির যৌথ আয়োজনে থাকছে সংগীতসন্ধ্যা। সেখানে নিক গাবেন তার প্রিয় রোমান্টিক গান। আর গানের সঙ্গে থাকবে প্রিয়াঙ্কার জনপ্রিয় নাচ। খবরে প্রকাশ, ইতোমধ্যে তারা গান ও নাচের তালিকা তৈরি করে ফেলেছেন।

এদিকে সংবাদমাধ্যম মুম্বাই মিরর জানায়, প্রিয়াঙ্কা-নিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে দুটি- একটি দিল্লিতে এবং অপরটি মুম্বাইয়ে।

আগামী ২৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে এই জুটির বিয়ের অনুষ্ঠান। ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে ২ ডিসেম্বর প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হবে হিন্দু ঐতিহ্য মেনে। এর পরদিন, তাদের বিয়ে হবে খ্রিষ্টীয় রীতিতে।

সাবেক বিশ্ব সুন্দরীর মা মধু চোপড়া নিজেই এই জুটির বিয়ের সব আয়োজনের দেখভাল করছেন বলেও সংবাদমাধ্যমটিতে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago