১৪শ কৃষকের ঋণ শোধ করলেন অমিতাভ বচ্চন

Amitabh Bachchan
বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

ভারতের প্রায় ১৪শ কৃষকের ঋণ শোধ করলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। চরম দারিদ্রের শিকার এসব কৃষকদের ঋণ বাবদ ‘কুলি’-অভিনেতা পরিশোধ করেছেন চার কোটি রুপির বেশি।

সংবাদমাধ্যম সিএনএন-এর এক খবরে বলা হয়, গত ২০ নভেম্বর এক ব্লগপোস্টে অমিতাভ জানান, তিনি তার জন্মস্থান ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ১ হাজার ৩৯৮ কৃষকের ঋণ শোধ করার দায়িত্ব নিয়েছেন।

সেই পোস্টে তিনি আশা করেন, এর ফলে ঋণগ্রস্ত মানুষগুলোর মনে খানিকটা হলেও শান্তি আসতে পারে।

ভারতের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন। দেশটির জিডিপিতে তারা ১৮ শতাংশ যোগ করে থাকেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের ফসলহানি হয়। কখনো আবার ফসলের দাম পান কম।

এছাড়াও, জ্বালানি পণ্যের দাম ক্রমাগত বাড়তে থাকায় তাদেরকে ব্যাংক থেকে ঋণ নিতে হয়। কেননা, তারা সরকারি সহযোগিতা খুবই কম পেয়ে থাকেন।

উল্লেখ্য, ঋণ শোধ করতে না পারার কারণে ভারতে প্রায়ই গরীব কৃষকদের আত্মহত্যার ঘটনা ঘটে থাকে।

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

5m ago