বিপাকে অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’
অক্ষয় কুমার ঘোষণা দিয়েছিলেন ভারতের আগামী স্বাধীনতা দিবসে মুক্তি দেওয়া হয়ে ‘মিশন মঙ্গল’। কিন্তু, শুটিং শুরু হওয়ার আগেই ঝামেলা তৈরি হয়েছে ছবিটি নিয়ে। যুক্তরাষ্ট্র-প্রবাসী পরিচালক রাধা ভরদ্বাজ ছবিটি নিয়ে মামলা ঠুকে দিয়েছেন।
মুম্বাই মিররের এক প্রতিবেদনে বলা হয়, পরিচালক রাধার দাবি- তার অনুমতি ছাড়াই ছবিটির চিত্রনাট্য অভিনেত্রী বিদ্যা বালানকে দেখানো হয়েছে। তাই এটি তৈরির কাজ বন্ধ করার জন্যেই এই মামলা।
এর আগে গত ১৩ নভেম্বর এক টুইটার বার্তায় ‘খিলাড়ি’ অভিনেতা বলেন, “এটি একটি চমৎকার গল্প।… ‘মিশন মঙ্গল’ আসছে আগামী ১৫ আগস্ট।”
বিদ্যা বালান ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয়শিল্পীর তালিকায় ছিলো সোনাক্ষী সিনহা, তাপসী পানু, শর্মান যোশী, কীর্তি কুলহারি এবং নিত্য মেনেনের নাম।
খবরে প্রকাশ, ২০১৬ সালে পরিচালক ভরদ্বাজ যুক্তরাষ্ট্রের কপিরাইট অফিসে তার ‘স্পেস মমস’ চলচ্চিত্রের চিত্রনাট্য জমা দেন। এমনকি, ছবিটির শুটিংও শেষ হয়েছে। সেই ছবিটির চিত্রনাট্যের কিছু অংশ অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’-এ রয়েছে বলে দাবি ভরদ্বাজের।
Comments