৫ দিনের বাড়ি ভাড়া ২ কোটি রুপি!

ranveer singh and deepika padukone
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ছবি: সংগৃহীত

এই অঞ্চলের বিনোদন জগতে এখন প্রধান খবর হিসেবে রয়েছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের বিয়ের নানান দিক। বহুল আলোচিত এই দম্পতির বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন খবর ইতালি থেকে আসছে বিভিন্ন সাংবাদমাধ্যমে।

তেমনি একটি খবর হলো: ইতালির উত্তরাঞ্চলে আল্পস পর্বতমালার পাদদেশে অবস্থিত লেক কোমোর তীরে যে রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে ‘পদ্মাবত’ জুটির বিয়ে, সেই রিসোর্টের ভাড়া বাবদ পাঁচদিনের খরচ কতো?

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ভিলা দেল বালবিয়ানেলো রিসোর্টের একটি কক্ষের প্রতিদিনের ভাড়া ৪০০ ইউরো বা ৩৩ হাজার রুপি। দীপ-বীর দম্পতি তাদের আমন্ত্রিত অতিথিদের জন্যে ভাড়া নিয়েছেন ৭৫টি রুম। ফলে, প্রতিদিন তাদেরকে গুণতে হচ্ছে ২৪ লাখ রুপি।

গত ১৩ নভেম্বর শুরু হওয়া দীপ-বীরের বিয়ের অনুষ্ঠান চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। তাই সেই হিসাবে পাঁচদিনের বাড়ি ভাড়া আসছে প্রায় ২ কোটি রুপি। ভারতীয়দের দৃষ্টিতে এই অর্থ নেহাৎ কম নয়!

ইতালির লেক কোমোকে পৃথিবীর সবচেয়ে সুন্দর হ্রদগুলোর একটি ধরা হয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দর ভিলা ও প্রাসাদের অবস্থান এই লেকের তীরে। নৈসর্গিক সৌন্দর্য সমৃদ্ধ এই অঞ্চলকে বিয়ের জন্যে আদর্শস্থান হিসেবে বেছে নিয়েছেন এই তারকা জুটি।

উল্লেখ্য, গত রাতে (১৪ নভেম্বর) কঙ্কনি রীতি মেনে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। আর আজ তারা বিয়ের শপথবাক্য পড়বেন সিন্ধী রীতি অনুযায়ী।

আরও পড়ুন:

কঙ্কনি রীতি মেনে আজ বিয়ে, কাল বিয়ে সিন্ধী রীতিতে

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago