‘জিরো’-র ছাড়পত্র দিলেন বিজেপি নেতা!

‘জিরো’-র ট্রেইলার

বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল চর্চিত রোমান্টিক সিনেমা ‘জিরো’-র ছাড়পত্র দিলেন ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের এক নেতা। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ছবিটি আটকে দিতে চেয়েছিলেন দলটির দিল্লি গণপরিষদের এক আইনপ্রণেতা।

ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস জানায়, বিজেপি দিল্লি শাখার নেতা মনজিনদার সিং সিরসা হুমকি দিয়েছিলেন যে তিনি সিনেমাটির বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করবেন। এই আইনপ্রণেতার অভিযোগ- ‘জিরো’-র পোস্টারে যে ছবি ব্যবহার করা হয়েছে তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে।

সিরসার মতে, পোস্টারটি দেখে মনে হয় অভিনেতা শাহরুখ খান শিখ ধর্মাম্বলীদের ধর্মীয় প্রতীক ‘গাতকা কিরপান’ সঙ্গে রেখেছেন। তাই তিনি দ্রুত এটি অপসারণের দাবি জানান।

এরপর, সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টব্যক্তিরা বিজেপি নেতাকে জানান, ছবিটির কোথাও ‘কিরপান’-এর ব্যবহার নেই। তাই কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার ঝুঁকিও নেই।

এমন উত্তরে খুশি হয়ে সিরসা তার টুইটার বার্তায় বলেন, “সময় থাকতেই বিষয়টি পরিষ্কার করে আপনার ভালো করেছেন। আমরা আপনার কথা গ্রহণ করলাম। তবে মনে রাখবেন, যথাযথ যোগাযোগের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো বিষয়গুলো মিটিয়ে নেওয়া উচিত।”

‘জিরো’-র পোস্টারে দেখা যায় শাহরুখ খান ‘কাতার’ নামের একধরনের অস্ত্র সঙ্গে রেখেছেন যা বিজেপি নেতার কাছে শিখদের ধর্মীয় প্রতীক ‘কিরপান’-এর মতো মনে হয়েছিলো।

পরিচালক আনন্দ এল রাইয়ের ‘জিরো’-তে শাহরুখ ছাড়া আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ। ছবিটি আগামী ২১ ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা রয়েছে।

এদিকে, গত ২ নভেম্বর ছবিটির ট্রেইলার প্রকাশ করার পর ছয়দিনে ৭ কোটির বেশি ভিউ হয়েছে।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago