[ভিডিও] ক্যান্সার আক্রান্ত শিশু ভক্তের পাশে সালমান

কয়েকদিন থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে রয়েছে। সেই ভিডিওতে দেখা মেলে বলিউড অভিনেতা সালমান খানের। তাকে দেখা যায় একটি হাসপাতালে ক্যান্সার আক্রান্ত এক শিশু ভক্তের পাশে।

অভিনয়ের পাশাপাশি বলিউড ‘সুলতান’-এর খ্যাতি রয়েছে বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করার। একজন বিশাল মনের মানুষ হিসেবে তিনি সব মহলেই সমাদৃত। গত ৬ নভেম্বর মুম্বাইয়ের টাটা মেমোরয়িাল হাসপাতাল এক শিশু ভক্তকে দেখতে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন ভাইজান।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অভিনেতা গোবিন্দের অনুরোধে তার স্ত্রীর ভাগ্নেকে হাসপাতালে দেখতে আসেন সালমান খান। হাসপাতালের ওয়ার্ডে সবাই যখন সালমানকে দেখে আপ্লুত, তখন তার প্রশ্ন- “কবে এই শিশু সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবে?” এ সময় নিজের চোখ মুছতে দেখা যায় সাল্লুভাইকে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সালমান জেনে নেন শিশুটির শারীরিক অবস্থা। দুঃখ প্রকাশ করে বলেন, “… শিশুরা যারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তাদের নিজেদের তো কোনো দোষ নেই। তারা ক্ষতিকর কিছু খায় না। তবুও তারা ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হয়। আসলে তারাই প্রকৃত নায়ক।”

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে সালমান খান ‘বিং হিউম্যান ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান চালিয়ে আসছেন। এর মাধ্যমে ভারতের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়। বিশেষ করে, ক্যান্সার আক্রান্ত শিশুদের বিভিন্ন রকম সহায়তা দেওয়া হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

তথ্যসূত্র: ডেকান ক্রনিকল

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago