১ টিকিটের দাম ১৮শ রুপি, মুখ খুললেন আমির খান
আসছে ৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল আলোচিত ‘থাগস অব হিন্দোস্তান’। এতে অভিনয় করেছেন শাহেনশাহ অমিতাভ বচ্চন ও মিস্টার পারফেকশনিস্ট হিসেবে খ্যাত আমির খান। দীর্ঘ প্রতীক্ষার পর এক পর্দায় দেখা যাবে এই দুই মহাতারকাকে। তাই ছবি মুক্তির আগেই টিকিটের দাম আকাশচুম্বী!
এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবিটির টিকিটের দাম ১৮শ রুপি হওয়ায় মুখ খুলতে হয়েছে ‘দঙ্গল’ অভিনেতা আমির খানকে। ভারতীয় গণমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন- টিকিটের এমন দাম হাঁকলে সাধারণ দর্শকদের হিমশিম খেতে হবে। সাধারণ দর্শকদের পকেট ফাঁকা করার এমন ফন্দির বিরোধিতাও করেন তিনি।
সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল জানায়, ‘থাগস অব হিন্দোস্তান’-এর টিকিটের দাম ১৮শ রুপি শুনে আমিরের চোখ বড় হয়ে যায়। অবাক চোখে বলেন, “আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি টিকিটের দাম যতদূর সম্ভব কম রাখা উচিত। যাতে বহু সংখ্যক দর্শক হলে আসতে পারেন।”
একই সঙ্গে ‘থাগস অব হিন্দোস্তান’-এর নির্মাণ ব্যয়ের কথাও সবাইকে মনে করিয়ে দেন মিস্টার পারফেকশনিস্ট। বলেন, “এটি তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে। সেই কারণেই হয়তো পরিবেশকরা টিকিটের দাম এতো বেশি করে ধরেছেন।”
তবে এতো খরচ করে ছবিটি দেখলেও দর্শকদের টাকা উসুল হবে বলে মন্তব্য আমিরের।
এদিকে, গণমাধ্যমের মন্তব্য- ১৮শ রুপির টিকিটের দর্শকদের বিনামূল্যে পপকর্ন ও পেপসি-তো দেওয়া যেতো।
উল্লেখ্য, বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘থাগস অব হিন্দোস্তান’-এ আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ, লয়েড ওয়েন, মোহাম্মদ জিশান আইয়ুব, রনিত রায়, সত্যদেব কাঞ্চারানা, আব্দুল কাদির আমিন প্রমুখ।
Comments