সমর্থকদের নির্বাচনের ফল মেনে নিতে অনুরোধ করবেন কমলা

কমলা হ্যারিস | ছবি: এএফপি

নির্বাচনে পরাজয়ের পর প্রথমবারের মতো জনসম্মুখে আসছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার মার্কিন সময় বিকেলে ওয়াশিংটনের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য রাখবেন।

বক্তব্যে সমর্থকদের নির্বাচনের ফলাফল মেনে নিতে অনুরোধ করবেন তিনি। ক্ষমতা গ্রহণ করতে যাওয়া রিপাবলিকান পার্টির সঙ্গে মিলে সবাইকে একসঙ্গে কাজ করারও অনুরোধ করবেন।

কমলার সহযোগীদের বরাত দিয়ে সিএনএন আরও জানায়, নির্বাচনের ফলাফল নিশ্চিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। কিন্তু এখনো ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারেননি তিনি।

মার্কিন রীতি অনুযায়ী, সাধারণত প্রতিটি নির্বাচনের পরই পরাজিত প্রার্থী সমর্থকদের সামনে আসেন এবং হার মেনে নিয়ে বক্তব্য দেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নিজের বক্তব্যে লেখক ও উপদেষ্টাদের নিয়ে সেই বক্তব্য প্রস্তুত করছেন কমলা।

হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কমলা নির্বাচন জেতার পর এখানেই জয়ের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। যে কারণে আগে থেকেই তার সমর্থকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হতে বলেছিলেন। গতকালও ক্যাম্পাসে হাজারো সমর্থক হাজির হয়েছিলেন। তবে নির্বাচনের ফলাফল আসতে শুরু করলে ধীরে ধীরে সমর্থকদের সংখ্যা কমতে থাকে।

Comments

The Daily Star  | English

DC conference-2025: DCs push to override local reps’ powers

Deputy commissioners yesterday proposed clipping the authority of local representatives while expanding their own administrative powers in various sectors.

9h ago