ওয়াচ পার্টিতে যোগ দেবেন না কমলা, সটকে পড়ছেন সমর্থকরা

কমলার নির্বাচনী ওয়াচ পার্টি ত্যাগ করছেন সমর্থকরা। ছবি: রয়টার্স

মার্কিন নির্বাচনের ভোট গণনা যতই এগুচ্ছে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের জয়ের সম্ভাবনা ততই ম্লান হয়ে যাচ্ছে।

ইতোমধ্যে সমর্থকরা কমলার নির্বাচনী ওয়াচ পার্টি থেকে সটকে পড়ছেন বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, হাওয়ার্ড ইউনিভার্সিটির কেন্দ্রে অবস্থিত যে মাঠে কমলার সমর্থকরা উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, সে মাঠ ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে।

দুটি দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়াতে ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবরেই মূলত কমলা সমর্থকদের মন ভেঙে পড়ে। তারা দলে দলে কমলার নির্বাচনী ওয়াচ পার্টি ত্যাগ করতে থাকেন। তবে তাদের বেশিরভাগই মিডিয়ার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

এদিকে, আজ রাতের ওয়াচ পার্টিতে কমলার উপস্থিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।

কমলার সদর দপ্তরে তার নির্বাচনী প্রচারণা শিবিরের একজন জ্যেষ্ঠ সদস্য যখন ঘোষণা করেন যে, আজ রাতের ওয়াচ পার্টিতে কমলা উপস্থিত হবেন না, তখনই তার সমর্থকরা সেই স্থান ত্যাগ করতে শুরু করেন।

Comments

The Daily Star  | English
Bangladesh exports to EU

RMG exports to EU rise by 2.99% in Jan-Nov

In the 11 months, Bangladesh shipped garments worth $18.15 billion, second highest after China

1h ago