ট্রাম্পের ট্যারিফনীতি কী? বাংলাদেশসহ বিশ্ববাণিজ্যে এর প্রভাব কী?

দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে আসছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় তিনি একটি নতুন শব্দ ব্যবহার করেছেন—ট্যারিফ। শব্দটি ট্রাম্প নিজেই অনেকবার উচ্চারণ করেছেন।

তিনি বলেন, 'আমার দৃষ্টিতে, অভিধানে সবচেয়ে সুন্দর শব্দ হচ্ছে ট্যারিফ'। বাণিজ্যবান্ধব ট্রাম্পের এমন বাণী বিশ্ববাসীর জন্য কী বার্তা বহন করে? ট্যারিফের অর্থ কী? বাংলাদেশে কি এর প্রভাব পড়বে? এসব বিষয় জানবো আজকের স্টার এক্সপ্লেইন্সে।
 

Comments