মাস্ককে টেক্কা দিতে বেজোসের রকেট উৎক্ষেপণ
ইলন মাস্কের স্পেসএক্সের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে প্রথমবারের মতো কক্ষপথের উদ্দেশে রকেট উৎক্ষেপণ করেছে জেফ বেজোসের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান ব্লু অরিজিন।
আজ বৃহস্পতিবার বিবিসি জানায়, ৯৮ মিটার লম্বা 'নিউ গ্লেন' রকেটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়।
এর মধ্য দিয়ে বিশ্বের দুই শীর্ষ ধনীর মধ্যে বড় ও শক্তিশালী রকেট নির্মাণের ওপর নির্ভরশীল বাণিজ্যিক মহাকাশ প্রতিযোগিতা শুরু হলো।
স্পেসএক্স এবং ব্লু অরিজিন—দুই প্রতিষ্ঠানেরই লক্ষ্য মহাকাশে আরও বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ, বেসরকারি স্পেস স্টেশন পরিচালনা এবং চাঁদে নিয়মিত ভ্রমণ পরিষেবা চালু করা।
নিউ গ্লেন উৎক্ষেপণের পর বেজোসকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মাস্ক বলেন, 'প্রথম প্রচেষ্টায় কক্ষপথে পৌঁছানোর জন্য অভিনন্দন!'
নিউ গ্লেন স্পেসএক্সের সবচেয়ে বেশি ব্যবহৃত রকেট ফ্যালকন-নয় এর চেয়েও শক্তিশালী এবং বেশি স্যাটেলাইট বহন করতে সক্ষম।
বিবিসি জানায়, 'প্রজেক্ট কুইপার'-এ এই রকেট ব্যবহারের পরিকল্পনা করছেন বেজোস। এই প্রকল্পের অধীনে পৃথিবীর নিম্ন-কক্ষপথে হাজারো স্যাটেলাইট স্থাপন করে ইন্টারনেট পরিষেবা দেবে ব্লু অরিজিন।
মাস্কের স্টারলিংক পরিষেবার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে এই প্রকল্প।
প্রায় ২৫ বছর আগে ব্লু অরিজিন প্রতিষ্ঠা করেন জেফ বেজোস। এর আগে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রান্তে পৌঁছায় এমন ছোট ও পুনর্ব্যবহারযোগ্য রকেট উৎক্ষেপণ করেছে প্রতিষ্ঠানটি।
Comments