পেলোসির তাইওয়ান সফরে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে চীন: যুক্তরাষ্ট্র

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ তাইপেই সোংশান বিমানবন্দরে ন্যান্সি পেলোসিকে স্বাগত জানান। ২ আগস্ট, ২০২২। ছবি: রয়টার্স

মার্কিন ইন্দো-প্যাসিফিক কোঅর্ডিনেটর কার্ট ক্যাম্পবেল বলেছেন, যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। তারা এটিকে তাইওয়ানের স্থিতাবস্থা পরিবর্তনের অজুহাত হিসেবে ব্যবহার করছে।

শুক্রবার তিনি এ মন্তব্য করেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

ক্যাম্পবেল সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হবে ধৈর্যশীল ও কার্যকর এবং চীনের আরও 'উসকানিমূলক ও অস্থিতিশীল' আচরণ এজন্য দায়ী হবে।

 

Comments

The Daily Star  | English

Milestone tragedy: two more die to burn injuries

The total number of deaths from the jet crash now stands at 35

34m ago