পেলোসির বিরুদ্ধে চীনের বিধিনিষেধ আরোপ
সম্প্রতি চীনের প্রবল আপত্তি সত্ত্বেও তাইওয়ান সফর করেছেন মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। সফরের প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার পেলোসির বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে।
আজ বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পেলোসি তাইপে পৌঁছানোর পর থেকেই চীনের পক্ষ থেকে আসছে একের পর এক ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তাইওয়ানের চারপাশের ৬টি অবস্থানে ২ দিন ধরে চলছে চীনের যুগ্ম সামরিক মহড়া। কূটনৈতিক পর্যায়েও চীন তাদের অসন্তোষ প্রকাশ করে যাচ্ছে।
এ সব উদ্যোগের ধারাবাহিকতায় এলো পেলোসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পেলোসি এই সফরের মাধ্যমে 'চীনের আভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ করেছেন এবং সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার অবমাননা করেছেন।'
মন্ত্রণালয় আরও জানায়, 'পেলোসি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করা হবে।'
তবে বিধিনিষেধের বিস্তারিত জানায়নি চীন।
শুক্রবার সফর শেষে ন্যান্সি পেলোসি জানান, চীন, তাইওয়ানকে বাকি বিশ্ব থেকে আলাদা করে ফেলতে চাইছে, কিন্তু যুক্তরাষ্ট্র সেটি হতে দেবে না।
তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে চীন।
Comments