যুক্তরাজ্যে মার্চেও ১০ শতাংশের ওপর মূল্যস্ফীতি
যুক্তরাজ্যে ফেব্রুয়ারির তুলনায় মার্চে মূল্যস্ফীতি কমেছে। তবে এসময়ে মূল্যস্ফীতি হার ১০ শতাংশের ওপরেই ছিল।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে মূল্যস্ফীতির প্রভাবে যুক্তরাজ্যের অন্যতম প্রধান খাবার রুটির দাম রেকর্ড পরিমাণ বেড়েছে।
যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) বুধবার জানায়, ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪ শতাংশ। মার্চে দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ১ শতাংশে।
দেশটিতে জ্বালানি তেলের দাম কমলেও খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে অস্বাভাবিক হারে। মার্চে খাদ্যপণ্যের দাম গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ ১৯ দশমিক ২ শতাংশ বেড়েছে। আলাদা করে রুটি ও সকালের নাশতার সিরিয়াল জাতীয় খাবারের দাম ১৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
ওএনএস জানায়, ১৯৮৯ সাল থেকে তথ্য সংরক্ষণ শুরুর পর এটিই মূল্যস্ফীতির সর্বোচ্চ হার।
যুক্তরাজ্যের শিল্প সংস্থা ব্রিটিশ রিটেল কনসর্টিয়ামের প্রধান নির্বাহী হেলেন ডিকিনসন জানান, ইউরোপ ও উত্তর আফ্রিকায় ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় ফল, সবজি ও চিনির উৎপাদন কমে গেছে। এ ছাড়াও ডলারের বিপরীতে পাউন্ডের অবমূল্যায়ন হওয়ায় সার্বিকভাবে এসব পণ্য আমদানির খরচ বেড়েছে।
যুক্তরাজ্যের মোট খাদ্য চাহিদার অর্ধেক মেটানো হয় আমদানির মাধ্যমে।
ওএনএসের তথ্য অনুযায়ী, মার্চের শেষে ৮০০ গ্রাম রুটির গড় দাম যুক্তরাজ্যে ১ পাউন্ড ৩৮ পেন্স ছিল। গত বছরের একই সময়ে এই দাম ছিল ১ পাউন্ড ১৪ পেন্স।
Comments