পুতিন আমাকে মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন: বরিস জনসন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার আগে তাকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: এপি

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার আগে তাকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন।

আজ সোমবার প্রচারিত বিবিসির একটি ডকুমেন্টারিতে বলা হয়েছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি আক্রমণের ঠিক আগে একটি ফোন কলে বরিসকে হুমকিটি দেওয়া হয়েছিল। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অন্যতম সমর্থক হিসেবে পরিচিত ছিলেন বরিস জনসন।

বিশ্ব নেতাদের সঙ্গে ভ্লাদিমির পুতিনের আচরণ বিশ্লেষণ করে বিবিসির ওই ডকুমেন্টারিতে ওই কথোপকথনের বিশদ প্রকাশ করা হয়েছে।

যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, পুতিন তাকে সে সময় বলেছিলেন যে 'মাত্র এক মিনিট সময় লাগবে'।

ফোন কলটি 'দীর্ঘ' ছিল উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ শুরু হলে 'বিপর্যয়' হবে বলে সতর্ক করার পর এই মন্তব্য করা হয়েছিল।

ইউক্রেন আক্রমণ করলে পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা আরোপ করবে এবং রুশ সীমান্তে ন্যাটো আরও সেনা মোতায়েন করবে বলে বরিস জনসন সে সময় পুতিনকে সতর্ক করেছিলেন।

জনসন বলেন, 'এক পর্যায়ে তিনি আমাকে হুমকি দেন। তিনি বলেন যে বরিস আমি তোমাকে আহত করতে চাই না। কিন্তু, একটি মিসাইল দিয়ে মাত্র এক মিনিট লাগবে বা এরকম কিছু।'

তবে ডাউনিং স্ট্রিট ও ক্রেমলিনে ওই ফোন কলের কোনো উল্লেখ পাওয়া যায়নি।

Comments