কোনো পক্ষের আপত্তি না থাকলে শস্য রপ্তানি চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন
গত বছরের জুলাইতে কৃষ্ণ সাগরে অবস্থিত ইউক্রেনের বন্দরগুলো থেকে নিরাপদে শস্য পরিবহণের জন্য জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কিয়েভ ও মস্কো একটি চুক্তি সাক্ষর করে। আগামী ১৮ মার্চ এ চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স রুশ রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম তাসের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, কোনো পক্ষের আপত্তি না থাকলে এ চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হতে পারে।
এ চুক্তির বিষয়ে বিস্তারিত জানেন এমন ১ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে তাস জানায়, এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো পক্ষই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করার ইঙ্গিত দেয়নি।
নভেম্বরে চুক্তিটি ১২০ দিনের জন্য নবায়ন করা হয়েছিল। সোমবার রাশিয়া সুপারিশ করে, এবার ১২০ দিনের পরিবর্তে ৬০ দিনের জন্য কৃষ্ণ সাগরের বন্দরের মাধ্যমে নিরাপদে শস্য রপ্তানির চুক্তিটি নবায়ন করা হোক। তবে জাতিসংঘ চুক্তির সকল শর্ত অপরিবর্তিত রেখে একে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করে।
সূত্রের বরাত দিয়ে তাস জানায়, 'যদি কোনো পক্ষ থেকে আপত্তি না আসে, তাহলে চুক্তি ১৮ মার্চের পরও অব্যাহত থাকবে'।
সূত্র জানায়, কতদিনের জন্য চুক্তিটি নবায়ন হবে, তা গুরুত্বপূর্ণ নয়।
'যদি চুক্তি ৬০ দিনের জন্য নবায়ন হয়, তাহলে এটি ১৮ মার্চের পরেও কার্যকর হবে। ৬০ দিন পর হয়তো সংশ্লিষ্ট কোনো পক্ষ এটি বাতিল করার প্রস্তাব রাখবে', যোগ করেন অজ্ঞাতনামা সূত্র।
চুক্তির মেয়াদ নিয়ে অনিশ্চয়তায় ভুট্টা ও গমের দামের ওপর চাপ পড়েছে বলে জানিয়েছে রয়টার্স।
Comments