প্রথমবারের মতো কিয়েভের কেন্দ্রে আত্মঘাতী ড্রোন হামলার অভিযোগ

হামলায় শহরের কেন্দ্রে শেভচেনকিভস্কি এলাকার আবাসিক দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: রয়টার্স
হামলায় শহরের কেন্দ্রে শেভচেনকিভস্কি এলাকার আবাসিক দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: রয়টার্স

আজ ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত ৩টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এর আগে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনের শব্দও শোনা যায় শহরটিতে।

আজ সোমবার যুক্তরাজ্যের সংবাদ সংস্থা বিবিসি এই তথ্য জানিয়েছে।

মেয়র ভিতালি ক্লিৎশকো জানান, হামলায় শহরের কেন্দ্রে শেভচেনকিভস্কি এলাকার আবাসিক দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটাই কিয়েভের কেন্দ্রে প্রথম সরাসরি হামলা। 

প্রেসিডেন্ট জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়েরমাক জানান, এই আক্রমণের মূলে আছে আত্মঘাতী 'কামিকাযে ড্রোন।'

১ সপ্তাহ আগে রাজধানীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৯ জন নিহত হন।

আজ সোমবারের স্থানীয় সময় সকাল ৭টায় বিস্ফোরণগুলো ঘটে বলে বিবিসির সংবাদদাতা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে মেয়র ভিতালি ক্লিৎশকো জানান, তিনি শেভচেনকিভস্কি এলাকা পরিদর্শন করছেন। গত সপ্তাহেও এখানে কয়েক দফা হামলা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আছেন। বাসিন্দাদের বিমান হামলা থেকে বাঁচার জন্য ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে থাকতে বলা হয়েছে।

জেলেনস্কির কার্যালয়ের প্রধান ইয়েরমাক দাবি করেন, কামিকাযে ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে এবং 'যত দ্রুত সম্ভব' ইউক্রেনের আরও বিমান হামলা প্রতিরোধ ব্যবস্থা প্রয়োজন।

কামিকাযে ড্রোন কী?

হামলায় ইরানের কামিকাযে ড্রোন ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ এসেছে। ফাইল ছবি: রয়টার্স
হামলায় ইরানের কামিকাযে ড্রোন ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ এসেছে। ফাইল ছবি: রয়টার্স

এটি এক ধরনের ছোট ড্রোন যেটি লক্ষ্যে আঘাত হানার পর ধ্বংস হয়ে যায়।

অন্যান্য ড্রোন ক্ষেপণাস্ত্র ও গুলি ছুঁড়ে আবার নিজ গন্তব্যে ফিরে আসে। তবে কামিকাযে ড্রোনের ক্ষেত্রে এ ধরনের বাধ্যবাধকতা নেই। এই নাম এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আত্মঘাতী জাপানি বৈমানিকদের থেকে।

তারা নিজেদের প্রাণের বিনিময়ে ক্ষেপণাস্ত্র সম্বলিত বিমানসহ শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হেনে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি করতেন। বিবিসির এক প্রতিবেদন মতে, ৩ থেকে ৪ হাজার কামিকাযে সেনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মাহুতি দেন।

কিয়েভের কেন্দ্রে প্রথম হামলা

এর আগে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ইরানি ড্রোন ব্যবহারের অভিযোগ করেন।

হামলায় শহরের কেন্দ্রে শেভচেনকিভস্কি এলাকার আবাসিক দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: রয়টার্স
হামলায় শহরের কেন্দ্রে শেভচেনকিভস্কি এলাকার আবাসিক দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার প্রতিশোধ হিসেবে গত সপ্তাহে হামলা করা হয়েছে।

আজকের এই হামলার মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো কিয়েভের শহর কেন্দ্রে সরাসরি হামলা চালানো হলো।

তবে এ সপ্তাহের শুরুর দিকে পুতিন জানিয়েছিলেন ইউক্রেনে আর বড় আকারের হামলার প্রয়োজনীয়তা নেই।

তিনি উল্লেখ করেন, বেশিরভাগ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

'দেশটিকে ধ্বংস করা আমার উদ্দেশ্য নয়', যোগ করেন পুতিন।

 

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles; properties vandalised

3h ago