যৌথ বাহিনীতে যোগ দিতে বেলারুশে রুশ সেনা
বেলারুশ সেনাদের নিয়ে গঠিত যৌথ বাহিনীতে যোগ দিতে রুশ সেনাদের প্রথম দল বেলারুশে পৌঁছেছে।
গতকাল শনিবার বেলারুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফরাসি গণমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর এ তথ্য জানিয়েছে।
'রুশ সেনাদের প্রথম দল বেলারুশে পৌঁছেছে' উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, 'তারা যৌথভাবে সীমান্ত রক্ষা করবে।'
গত সোমবার বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকো বলেছিলেন, 'ইউক্রেন যুদ্ধে মিত্র রাশিয়ার সমর্থনে মিনস্ক আরও উদ্যোগ নেবে।'
নব গঠিত যৌথ বাহিনীর পক্ষে যুক্তি হিসেবে লুকাশেনকো বলেন, প্রতিবেশী পোল্যান্ড, লিথুনিয়া ও ইউক্রেনে প্রশিক্ষণ নেওয়া 'সন্ত্রাসীরা' বেলারুশের জন্য 'চরম হুমকি।
ইউক্রেন দক্ষিণ সীমান্ত দিয়ে বেলারুশে হামলার পরিকল্পনা করছে বলেও লুকাশেনকো অভিযোগ করেন।
গত ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন চালানোর সময় রুশ সেনারা বেলারুশ থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছোড়াও অনুমতি পেলেও এ যুদ্ধ নিয়ে মিনস্ক মোটামুটিভাবে নীরব থেকেছে।
বিশ্লেষকদের মতে, ২০২০ সালে লুকাশেনকোবিরোধী প্রবল আন্দোলনে তার সরকারের ভিত্তি কেঁপে উঠেছিল বলেই হয়তো তিনি ইউক্রেন যুদ্ধে সেনা পাঠাতে রাজি হননি। তবে, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চাপে অনেক কিছুই মেনে নিতে বাধ্য হচ্ছেন।
Comments