লাভিভের জন্য গত ২ দিন খুব কঠিন ছিল: ডেপুটি মেয়র

লাভিভে বিস্ফোরণে ধোয়া উড়ছে। ছবি: রয়টার্স

ইউক্রেনের শহর লাভিভের ডেপুটি মেয়র আন্দ্রে মোসকালেনকো বলেছেন, গত ২ দিন 'খুব কঠিন' ছিল। কারণ শহরটিকে লক্ষ্য করে ১৫টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

আজ মঙ্গলবার রেডিও ৪-এর ওয়ার্ল্ড অ্যাট ওয়ান-এর সঙ্গে তিনি এ কথা বলেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

আন্দ্রে মোসকালেনকো বলেন, গতকাল বিদ্যুৎ ও পানি সরবরাহ নিয়ে আমাদের সমস্যা হয়েছে। কিন্তু, দুর্ভাগ্যবশত আজ সকালে আবারও আমাদের ৪ ঘণ্টারও বেশি অ্যালার্ম বেজেছে। বেশ কয়েকটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র আমাদের শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।

তিনি আরও বলেন, আজ আবারও পানি ও বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। রাশিয়া শহরটিতে সামরিক অবকাঠামোকে টার্গেট করছে না, কারণ সেখানে কেউ নেই।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

15h ago