লাভিভের জন্য গত ২ দিন খুব কঠিন ছিল: ডেপুটি মেয়র

লাভিভে বিস্ফোরণে ধোয়া উড়ছে। ছবি: রয়টার্স

ইউক্রেনের শহর লাভিভের ডেপুটি মেয়র আন্দ্রে মোসকালেনকো বলেছেন, গত ২ দিন 'খুব কঠিন' ছিল। কারণ শহরটিকে লক্ষ্য করে ১৫টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

আজ মঙ্গলবার রেডিও ৪-এর ওয়ার্ল্ড অ্যাট ওয়ান-এর সঙ্গে তিনি এ কথা বলেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

আন্দ্রে মোসকালেনকো বলেন, গতকাল বিদ্যুৎ ও পানি সরবরাহ নিয়ে আমাদের সমস্যা হয়েছে। কিন্তু, দুর্ভাগ্যবশত আজ সকালে আবারও আমাদের ৪ ঘণ্টারও বেশি অ্যালার্ম বেজেছে। বেশ কয়েকটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র আমাদের শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।

তিনি আরও বলেন, আজ আবারও পানি ও বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। রাশিয়া শহরটিতে সামরিক অবকাঠামোকে টার্গেট করছে না, কারণ সেখানে কেউ নেই।

Comments

The Daily Star  | English

Govt to prepare declaration of July uprising: CA’s press wing

The government hopes this declaration will be prepared unanimously consulting with political parties and students within a few days and presented before the nation

1h ago