ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণে পোল্যান্ডে ৪০ প্রকৌশলী পাঠাবে কানাডা

কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ। ছবি: রয়টার্স

ইউক্রেনে সামরিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতির অংশ হিসেবে ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ দিতে পোল্যান্ডে আরও ৪০ জন যুদ্ধ প্রকৌশলী পাঠাবে কানাডা।

আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ ওয়ারশতে এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমি আজ ঘোষণা করছি- আগামী কয়েক সপ্তাহের মধ্যে কানাডা পোল্যান্ডে প্রায় ৪০ জন যুদ্ধ প্রকৌশলী মোতায়েন করবে। যেন পোলিশ বাহিনী নজরদারি, বিস্ফোরক, খনি এবং ডি-মাইনিং সম্পর্কে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে সহায়তা করতে পারে।'

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago