পোল্যান্ডে ছোড়া ক্ষেপণাস্ত্র ইউক্রেন প্রতিরক্ষা বাহিনীর: বাইডেন
পোল্যান্ডে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ন্যাটোর একটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, পোলান্ডে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর বলে মিত্রপক্ষকে জানিয়েছেন জো বাইডেন।
এর আগে প্রাথমিক পর্যালোচনার ভিত্তিতে পোল্যান্ডের গ্রামে আঘাত করা ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন থেকে ছোড়া হয়েছে বলে ৩ মার্কিন কর্মকর্তা আভাস দেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওই ৩ কর্মকর্তা বলেছেন, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনীয় বাহিনী ছুড়েছে। একটি রুশ ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দিতে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।
এর আগে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহতের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই হামলা রাশিয়া থেকে হওয়ার 'সম্ভাবনা কম'।
তিনি বলেন, 'প্রাথমিক তথ্যে' জানা গেছে যে, রাশিয়া থেকে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার সম্ভাবনা কম।
তিনি আরও বলেন, 'এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে চাই না। তবে, মনে হচ্ছে রাশিয়া থেকে এটি ছোড়ার সম্ভাবনা কম। আমরা বিষয়টা দেখবো।'
Comments