ইরানের হামলা থেকে বাঁচাতে ইসরায়েলে সেনা-প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী 'থাড' পাঠাবে যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী 'থাড' পাঠাবে যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স

ইসরায়েলে সেনা ও অত্যাধুনিক অ্যান্টি-মিসাইল সিস্টেম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র । ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলকে সুরক্ষা দিতে এই 'নজিরবিহীন' উদ্যোগ নিয়েছে দেশটির সবচেয়ে বড় মিত্র ওয়াশিংটন।

গতকাল রোববার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, 'ইসরায়েলকে সুরক্ষা দিতে' সেনা ও প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১ অক্টোবর প্রায় ইসরায়েল অভিমুখে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এই হামলার জবাব দিতে ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 

পোল্যান্ডে মার্কিন সেনা। ফাইল ছবি: রয়টার্স
পোল্যান্ডে মার্কিন সেনা। ফাইল ছবি: রয়টার্স

কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র চাইছে ইসরায়েল এমন ভাবে ইরানের হামলার জবাব দিক, যাতে মধ্যপ্রাচ্যে বড় আকারে সংঘাতের বিস্তার এড়ানো যায়। ইতোমধ্যে ইরানের পারমাণবিক শক্তি উৎপাদনের অবস্থানগুলোতে হামলার বিরোধিতা করেছেন বাইডেন। এমন কী, জ্বালানি উৎপাদনকেন্দ্রে হামলার বিষয়ে তিনি তার উদ্বেগের কথা জানিয়েছেন।

অপরদিকে ইরান কঠোর হুশিয়ারি দিয়েছে, দেশটির ওপর আর কোনো হামলা এলে কড়া জবাব দেবে তারা।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার জানান, গত কয়েক মাস ধরেই মার্কিন সেনাবাহিনী ইরান ও ইরান সমর্থিত সংগঠনের হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতে বেস কিছু উদ্যোগ নিয়েছে।

সেনা ও প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের সাম্প্রতিক এই উদ্যোগকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই বর্ণনা করেন তিনি। 

তবে যৌথ মহড়া ছাড়া ইসরায়েলে মার্কিন সেনা মোতায়েনের ঘটনা বেশ বিরল। বিশেষত, ইসরায়েলি সেনাবাহিনীর শক্তিমত্তার বিচারে। সাম্প্রতিক সময়ে মার্কিন সেনারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে রণতরী ও যুদ্ধবিমানের মাধ্যমে সহায়তা দিয়েছে। তবে এসব কার্যক্রম ইসরায়েলের বাইরে থেকে পরিচালিত হয়েছে।

তবে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে সেনা মোতায়েনের ঘটনা গত এক বছরের সংঘাতের মধ্যে এটাই প্রথম।

থাড (টিএইচএএডই) বা টার্মিনাল হাই অলটিচিউড এরিয়া ডিফেন্স সিস্টেম যুক্তরাষ্ট্রের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। ইসরায়েলের 'আয়রন ডোম' ইতোমধ্যে বেস কার্যকর আকাশ হামলা প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে স্বীকৃত। এর সঙ্গে থাড যোগ হলে ইসরায়েল 'দুর্ভেদ্য' হবে বলেই ভাবছেন বিশ্লেষকরা।

একটি থাড ব্যাটারি পরিচালনা করতে অন্তত ১০০ সেনা প্রয়োজন হয়। এতে ছয়টি মিসাইল লঞ্চারসহ ট্রাক রয়েছে। প্রতিটি লঞ্চাহের আটটি ইন্টারসেপ্টর ও একটি শক্তিশালী রাডারযুক্ত থাকে।

রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের প্রতিক্রিয়ায় বলেন, 'ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পরিচালনার মার্কিন সেনাদের পাঠিয়ে যুক্তরাষ্ট্র তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে।'

'আমরা এ অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে অসামান্য উদ্যোগ নিয়েছি। তবে আমি স্পষ্ট করে বলছি, আমাদের স্বার্থ ও জনগণকে সুরক্ষিত রাখতে কোনো লাল রেখা (সীমারেখা) টানবো না', যোগ করেন তিনি।

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী 'থাড' পাঠাবে যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী 'থাড' পাঠাবে যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স

বিশেষজ্ঞরা বলছেন, ইরান সব সময়ই সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে অনীহা প্রকাশ করেছে। তবে ইসরায়েলে মার্কিন বাহিনী মোতায়েনে পরিস্থিতি বদলে যেতে পারে বলে তারা আশংকা প্রকাশ করেন।

কত দ্রুত সেনা ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ইসরায়েলে মোতায়েন হবে, তা জানায়নি পেন্টাগন।

পেন্টাগন জানায়, সর্বশেষ ২০১৯ সালে ইসরায়েলে থাড মোতায়েন করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র নির্মাতা লকহিড মার্টিন থাড নির্মাণ করে। এর মাধ্যমে ছোট, মাঝারি ও দূরপাল্লার ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব। রেথিওন নামে অপর অস্ত্র নির্মাতা এর অত্যাধুনিক রাডার নির্মাণ করে।

Comments

The Daily Star  | English
International Crimes Tribunal 2 formed

Govt issues gazette notification allowing ICT to try political parties

The new provisions, published in the Bangladesh Gazette, introduce key definitions and enforcement measures that could reshape judicial proceedings under the tribunals

1h ago