নৌকা ডুবে নাইজেরিয়ায় ৭৬ জনের মৃত্যু

নাইজেরিয়ার বেশিরভাগ এলাকা বন্যাকবলিত। ছবিটি গত সপ্তাহে আনামব্রা এলকার ৩০০ কিলোমিটার দূরের মাকুরদি থেকে তোলা। ছবি: রয়টার্স

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের আনামব্রা রাজ্যে নৌ দুর্ঘটনায় অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার আনামব্রার ওগবারুতে এই দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে কমপক্ষে ৮০ জন যাত্রী ছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। বন্যাদুর্গত এলাকা থেকে নৌকা নিয়ে তারা নিরাপদ আশ্রয়ে যাচ্ছিল।

আনামব্রা রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সির প্রধান জানিয়েছেন ১৫ জনকে শনিবার জীবিত উদ্ধার করা হয়েছে।

নাইজেরিয়ার ৩৬ রাজ্যের মধ্যে ২৯টিই ভারি বন্যার কবলে। বন্যার পানিতে ভেসে গেছে ঘরবাড়ি, ফসল, রাস্তাঘাট। আক্রান্ত হয়েছে কমপক্ষে ৫ লাখ মানুষ।

স্থানীয় এক বাসিন্দা আফাম ওগেনে রয়টার্সকে জানিয়েছেন বেশিরভাগ রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় দুর্গতরা নৌকা দিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিলেন।

নৌকাটি স্থানীয়ভাবে তৈরি এবং ১০০ জন যাত্রীকে বহনে সক্ষম ছিল বলে জানান তিনি। নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং তীব্র স্রোতে এটি উল্টে যায়।

নৌ দুর্ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মাদু বুহারি শোক জানিয়েছেন।  

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago