তিস্তায় নৌকাডুবি: শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ৮

‘হঠাৎ ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে যায়। কাছে থাকা ছোট নৌকা কয়েকজন যাত্রীকে উদ্ধার করলেও তীব্র স্রোতে বেশ কয়েকজন ভেসে যান বলে জানতে পেরেছি।’
নৌকাডুবি
স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুড়িগ্রামের উলিপুরের বজরা ইউনিয়নে তিস্তায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাত সাড়ে ১১টা পর্যন্ত এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছেন অন্তত আটজন।

গতকাল সন্ধ্যায় বজরা ইউনিয়নের খামারদামার হাট এলাকার মাঝের চরের কাছে তিস্তায় নৌকাডুবির ঘটনা ঘটে। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান ও উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি গোলাম মর্তুজা বলেন, 'হঠাৎ ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে যায়। কাছে থাকা ছোট নৌকা কয়েকজন যাত্রীকে উদ্ধার করলেও তীব্র স্রোতে বেশ কয়েকজন ভেসে যান বলে জানতে পেরেছি।'

উদ্ধার হওয়া যাত্রী সহিবর রহমান ডেইলি স্টারকে জানান, তারা বজরা বাজার এলাকা থেকে নৌকায় রংপুরের পীরগঞ্জের পাওটানা গাবুরারচর এলাকায় যাচ্ছিলেন। সেসময় খামারদামার হাট মাঝের চরের কাছে নৌকাটি ডুবে যায়। নৌকায় শিশুসহ ২৫-২৬ জন ছিলেন।

তিনি বলেন, 'নদীতে বড় ঢেউ উঠে। মাঝি ওই ঢেউয়ের মধ্যে নৌকা ঘুরানোর চেষ্টা করলে তা ডুবে যায়। অনেককে উদ্ধার করা হলেও এখনো ৭-৮ জন নিখোঁজ আছেন।'

ইউএনও আতাউর রহমান ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার পর ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক শিশুর মরদেহ আছে। চার জনকে আহত অবস্থায় উলিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীদের তথ্য মতে, এখনো আট জন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালাচ্ছেন।'

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

3h ago